ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ তীব্র রূপ নিয়েছে ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৮:৪৮, ১০ জানুয়ারি ২০১৭

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ তীব্র রূপ নিয়েছে ॥ জাতিসংঘ

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের সংখ্যা সম্প্রতি তীব্র আকারে বেড়েছে। জাতিসংঘ বলছে, শুধু গত সপ্তাহেই ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে- ফলে রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে মোট রোহিঙ্গা প্রবেশের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজারে। খবর বিবিসির। প্রায় তিন মাস আগে এই সঙ্কটের সূত্রপাত হয়। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল এখনও সামরিক এলাকা হিসেবে সাধারণের প্রবেশ বন্ধ রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী বলছে, তারা সশস্ত্র জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেÑ তবে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে যে, তারা সাধারণ রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করছে। মিয়ানমার থেকে বিবিসির সংবাদদাতা জোনাহ ফিশার বলছেন, হঠাৎ করে কেন রোহিঙ্গাদের বাংলাদেশে পাড়ি দেয়ার সংখ্যা বেড়েছে তা স্পষ্ট নয়। তবে সামরিক বাহিনী সেখানে এখনও নিয়মিতভাবে নির্যাতন চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমনও হতে পারে যে, সেখানকার মানুষ এখন খাদ্য সঙ্কটে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে রাখাইন রাজ্যের স্পর্শকাতর স্থানগুলোতে ঢুকতে দিচ্ছে না। যার ফলে যে এক লাখ রোহিঙ্গা এর আগে নিয়মিত ত্রাণ পেত, তাদের এখন কোনভাবে সাহায্য দেয়া যাচ্ছে না।
×