ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে পরাজিত প্রার্থীর ঘোষণা

ইউপি সদস্যদের যেখানে পাওয়া যাবে সেখানেই পিটুনি

প্রকাশিত: ০৬:৩০, ১০ জানুয়ারি ২০১৭

ইউপি সদস্যদের যেখানে পাওয়া যাবে সেখানেই পিটুনি

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ জেলা পরিষদের নির্বাচনে নীলফামারীর ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের পরাজিত প্রার্থী ডিমলা উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের রোষানলে পড়ে এলাকা ছাড়া হয়েছে উক্ত ইউনিয়নের ইউপি ওয়ার্ড সদস্যগণ। এ অবস্থায় সোমবার দুপুরে দক্ষিণ ঝুনাগাছচাঁপানী এলাকায় উক্ত ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান গনিকে(৪৫) দেখতে পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে মোজাম্মেল হকের লোকজন। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে উক্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোজাফ্ফর হোসেন(৩৮)। আহত উক্ত দুইজন ডিমলা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে ব্যর্থ হয়ে গোপনস্থানে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, গত ২৮ ডিসেম্বর নির্বাচনে ডিমলা উপজেলার গয়াবাড়ি,নাউতারা,খালিশাচাঁপানী ও ঝুনাগাছচাঁপানী ইউনিয়ন নিয়ে গঠিত ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী ছিলেন ৫ জন। এদের মধ্যে ১৮ ভোটে বিজয়ী হন অটোরিক্সা প্রতিকের খালিশাচাঁপানী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সেলিম সরকার লেবু। আর ৯ ভোট পেয়ে পরাজিত হন তালা প্রতিকের ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক। তিনি পরাজিত হবার পর গত ৪ জানুয়ারি সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে প্রবেশে নিষেজ্ঞাধা জারি করে জনতার দরবারে বিচার চেয়ে ঘোষণা দেনÑইউপি সদস্যদের যেখানে পাবেন সেখানেই পেটানো হবে। এ ব্যাপারে মোবাইল ফোনে আহত ইউপি সদস্য সোলেমান গণির সঙ্গে কথা বললে তিনি জানান ১৫ জন হামলা চালায়। তাদের মধ্যে তিনজন মোজাম্মেল হকের সমর্থক। ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোজাম্মেল হকের সঙ্গে সাংবাদিকরা মোবাইলে কথা বললে তিনি বলেন, আমি এলাকার জনগণকে বিচার দিয়েছি। জনগণ কোন ইউপি সদস্যকে লাঞ্ছিত করলে আমার করার কি আছে। যারা বেঈমান তাদের লাঞ্ছিত করা স্বাভাবিক। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে অসহায়, গরিব, দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাতে প্রেসক্লাবের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহসিন মিঞা লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, উপজেলা প্রকৌশলী ইউনুচ আলী, মডেল থানার এসআই আব্দুস সোবাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার। বিচারপতির বাড়িতে চুরি নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ৯ জানুয়ারি ॥ চট্টগ্রামের পটিয়ায় বিচারপতি জেবিএম হাসানের ঘরে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার চুরি করে নিয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদ-ী গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, বিচারপতি জেবিএম হাসানের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার এয়াকুবদ-ী গ্রামে। বিচারপতি ঢাকা শহরে বসবাস করার কারণে গ্রামের বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছেন এক বৃদ্ধা। প্রতিদিনের মতো ওই বৃদ্ধা রাতে ঘুমিয়ে পড়লে সংঘবদ্ধ চোররা রবিবার গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আলমারি থেকে এক ভরি স্বর্ণ ও ৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
×