ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে ॥ প্রয়োজনে আমদানি বন্ধ করা হবে

এবার কমার্স ব্যাংকেও রদবদল করা হবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ১০ জানুয়ারি ২০১৭

এবার কমার্স ব্যাংকেও রদবদল করা হবে ॥ অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবার কমার্স ব্যাংকেও রদবদল করা হবে। ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও রিশাফলিং করা হবে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। সোমবার দুপুরে লাক্কাতুরা গল্ফ ক্লাব মাঠে সিলেটের চা বাগান শ্রমিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, লাক্কাতুরা চা বাগানে নির্মিত সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা শ্রমিক সন্তানদের জন্য ২৫ ভাগ কোটা রাখার উদ্যোগ নেয়া হচ্ছে। শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, চা বাগানের শ্রমিকরা আমাদের দেশের নাগরিক। তাদের সুখে-দুঃখে পাশে থাকা উচিত। আমরা তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করছি। তিনি বলেন, গত ৮ বছরে দেশে যত গরিব ছিল, তাদের সংখ্যা ৩ শতাংশ থেকে সাড়ে ২২ শতাংশে নামিয়ে আনতে পেরেছি আমরা। দেশে সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ের মূল উদ্দেশ্য, যারা সমাজে বঞ্চিত ও যারা সমাজে সুযোগ পায় না, তাদের সুযোগ করে দেয়া। লাক্কাতুরা চা বাগানে উচ্চ বিদ্যালয় স্থাপন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এতদিন এই এলাকার শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। তাই আমি শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ করেছি, যাতে চা শ্রমিকের বাচ্চাদের ২৫ শতাংশের বেশি আসন দেয়া হয়। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে, যা আমাদের চাহিদার সমতুল্য। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে এ উৎপাদন সাসটেইনেব্ল কি না। যদি সাসটেইনেব্ল উৎপাদন হয়, তবে বিদেশ থেকে চা আমদানি করা হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এমএ মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরালা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের অধ্যাক্ষ আবুল ফতেহ্ ফাত্তাহ, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবির, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর জগদীশ দাস, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও সাবেক ইউপি সদস্য গুণধর গোয়ালা প্রমুখ।
×