ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক দিনে সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট

প্রকাশিত: ২৩:২৫, ৯ জানুয়ারি ২০১৭

এক দিনে সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক দিনের সামান্য মূল্য সংশোধন শেষে পরের দিনই স্বদর্পে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সোমবার দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে; যা গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। ডিএইসতে সব ধরনের সূচকই বেড়েছে ১ শতাংশ হারে। এর আগে ২০১৪ সালের ২১ অক্টোবর ডিএসইএক্স ৫ হাজার ২৩৩ পয়েন্টে উঠেছিল। দিনটিতে মৌলভিত্তি সম্পন্ন প্রায় ৭ কোম্পানির বিক্রেতাশূণ্য অবস্থায় লেনদেন হয়েছে। এদিকে সোমবার ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। ডিএসইতে এক হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭১ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৭৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭৯ পয়েন্টে। এই দিনে ডিএসইতে লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে রয়েছে বেক্সিমকো। কোম্পানিটি ৬৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সোমবারে কোম্পানিটি ২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৯৩৭টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাশা ডেনিমস ৪০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি আজ ৪৯ লাখ ৪৪ হাজার ৭৩৫টি শেয়ার হাতবদল করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি থাই ৩৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ার ৩৪ কোটি ২৪ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্ট ৩২ কোটি ৮ লাখ টাকা, এ্যাপোলো ইস্পাত ৩০ কোটি ৩৩ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ২৮ কোটি ৮৬ লাখ টাকা, সাইফ পাওয়ারটেক ২৭ কোটি ৯৯ লাখ টাকা, ইফাদ অটোস ২৭ কোটি ৫৬ লাখ টাকা ও পেনিনসুলা ২৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসইতে দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি, হামিদ ফ্রেবিক্স, শাহজিবাজার পাওয়ার, শাশা ডেনিমস, বিডি থাই, বে´িমকো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল পলিমার ও এ্যাপোলো ইস্পাত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিডি থাই, বে´িমকো, এ্যাপোলো ইস্পাত, জিপিএইচ ইস্পাত, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বে´িমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, সাইফ পাওয়ার টেক, কনফিডেন্ট সিমেন্ট ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×