ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতের অনুষ্ঠানে বাইরের কাউকে আমন্ত্রণ না জানানোর নির্দেশ

প্রকাশিত: ০৮:০৯, ৯ জানুয়ারি ২০১৭

নিম্ন আদালতের অনুষ্ঠানে বাইরের কাউকে আমন্ত্রণ না জানানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বিচারাঙ্গনের বাইরের কাউকে নিম্ন আদালতের কোন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর জন্য বিচারকদেরকে নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্ট। একই সঙ্গে আদালতের কর্মঘণ্টা চলার সময়ে কোন অনুষ্ঠান না করারও নির্দেশনা দেয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ সাব্বির ফয়েজ জনকণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে সুপ্রীমকোর্ট। ওই সার্কুলারে বলা হয়েছে, অধস্তন আদালত কর্তৃক আয়োজিত বা অধস্তন আদালত সংশ্লিষ্ট যে কোন অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষকে আমন্ত্রণ জানানো আদৌ কাম্য নয়। এ ধরনের আমন্ত্রণ জানানো বিচারকগণের জন্য অনুসরণীয় নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী।
×