ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৪, ৯ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর কম্বল বিতরণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সেনা রিজিয়নের উদ্যোগে চার শতাধিক হতদ্ররিদ্র ও নিম্ন আয়ের প্রান্তিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার গভীর রাতে ২০৩ পদাতিক ডিভিশন খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম হেঁটে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের দুর্গম থংথাক পাড়া, ৪ মাইল যৌথ খামার, ৭ মাইল যৌথ খামার ও ৯ মাইল এলাকায় বসবাসরত প্রান্তিক পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল জি এম সোহাগ, রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মুজাহিদুল ইসলাম, রিজিয়ন ও জোনের উর্ধতন অফিসারসহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ২২ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৫ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ ও আগ্রাবাদ এলাকা থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গ্রেফতার মাদক বিক্রেতারা হলো আপন মজুমদার রূপেশ, বিপক দাশ, সেলিম উদ্দিন, রফিক ও শিরিন সুলতানা আঁখি। প্রথমে রাত ন’টার দিকে বায়োজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় আপন ও বিপককে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। পরে তাদের কাছ পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বিভিন্ন এলাকায়। নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় বাকি ৩ জনকে। ইয়াবার গ্রাহক আছে বলে জানিয়ে এ তিনজনকে আগ্রাবাদ এলাকায় আনা হয়। ব্যবসায়ী জুয়েল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৮ জানুয়ারি ॥ কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার ব্যবসায়ী জুয়েল মৃধা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই এলাকাবাসী। রবিবার সকালে খালেকেরহাটে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নিহতের ভাই সোহেল মৃধা, আবদুস সালাম, শিপন, হাকিম সরদার ও সেন্টু মুন্সিসহ অনেকে। বক্তারা বলেন, আমরা জুয়েল হত্যাকারীদের আইনের আওতায় এনে অতি দ্রুত বিচারের দাবি জানাই। নিহতের ভাই সোহেল মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই জুয়েলের হত্যাকারীদের ফাঁসি চাই। এ রকম হত্যাকা- আমাদের এলাকায় পুনরায় যেন আর না ঘটে। এনায়েতনগর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ মারুফ বলেন, আমি চাই এ হত্যাকা-ের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সঠিক বিচার হোক। কারণ জুয়েল মৃধা আমাদের এলাকার একজন নিরীহ ছেলে ছিল। উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. ফায়েক উজ্জামানের নির্ধারিত চার বছর মেয়াদ শেষ হচ্ছে আজ। মেয়াদ পূর্তির প্রাক্কালে রবিবার সকালে শহীদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খুবি উপাচার্য বলেন, দায়িত্ব পালনকালীন তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আইন ও বিধিবিধান অনুসরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তরিকভাবে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, একাত্তরের বধ্যভূমির ওপর প্রতিষ্ঠিত একমাত্র বিশ্ববিদ্যালয় এটি। আর এ বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনাবাসীর আন্দোলনের ফসল। তাই খুলনা বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এক নম্বরে তুলে আনতেই হবে। তিনি বলেন, গত কয়েক বছর খুবির উচ্চশিক্ষার মানোন্নয়নে আইকিউএসি এবং সিইটিএল’র মাধ্যমে শিক্ষকদের অব্যাহত প্রশিক্ষণ, কারিকুলা আপডেট, কর্মশালা, সেমিনারের ব্যবস্থাসহ নানামুখী কর্মতৎপরতা চলেছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রচেষ্টায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অগ্রসর অবস্থানে রয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে তাঁর মেয়াদ শেষ করতে পারায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীসহ খুলনার সকল শ্রেণীর মানুষ এবং সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ভাল অবস্থানে রেখে যাচ্ছি এখন সামনে আরও এগিয়ে নেয়ার দায়িত্ব আপনাদের। সরকারী ওষুধ বিক্রি ॥ কর্মী আটক নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ জানুয়ারি ॥ আড়াইহাজারে সরকারী ওষুধ বিক্রি করার সময় স্থানীয় জনতা সরকারী ওষুধসহ জিন্নত আলী (৫০) নামে এক স্বাস্থ্য সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার দুপুরে তাকে ওষুধসহ তাকে আটক করে পুলিশে হাতে তুলে দেয়। জানা গেছে, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩নং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জিন্নত আলীর মালিকাধীন জিন্নত ফার্মেসিতে রবিবার বেলা ১১টার দিকে মোস্তফা নামে এক ব্যক্তি তার ফার্মেসিতে ওষুধ কিনতে আসেন। এ সময় জিন্নত আলী তার কাছে সরকারী ওষুধ বিক্রি করেন। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঐ ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের সরকারী ওষুধ উদ্ধার করে ও স্বাস্থ্য সহকারী জিন্নত আলী আটক করে। কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির আইসি উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, কয়েকটি ওরস্যালাইন ও কয়েক পাতা আমাশয়ের ওষুধ উদ্ধার করা হয়েছে। উন্নয়ন মেলা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ জানুয়ারি ॥ সরকারের বিশেষ উদ্যোগ এবং গৃহীত উন্নয়ন কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সোমবার থেকে নেত্রকোনায় তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’ শুরু হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে এ মেলার আয়োজন করা হয়। প্রথম দিন বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। এর আগে সকাল ১০টায় পুরাতন কালেক্টরেট চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। মেলায় প্রতিদিন উন্নয়ন সংক্রান্ত উপস্থাপনা, ভিডিও প্রদর্শনের পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার গভীর রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন প্লাটফর্মে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)। রাত পৌনে ১২টায় পুনাক জেলা শাখার সভানেত্রী সাদিয়া মিরাজ দুস্থ ও শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী, সদর সার্কেল মোতাহার হোসেন ও তাহাদের সহধর্মিণীগণ এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
×