ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একতা নাট্যমেলার সমাপনী

প্রকাশিত: ০৬:২৮, ৮ জানুয়ারি ২০১৭

একতা নাট্যমেলার সমাপনী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘অন্যায় অসত্য অমঙ্গলের বিরুদ্ধে, নাটক আমার প্রতিবাদের হাতিয়ার’-এ সেøাগানে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী একতা নাট্যমেলা শেষ হয়েছে। একতা নাট্যগোষ্ঠীর উদ্যোগে ২৯-৩১ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ উৎসবে অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান ও তপন হাফিজকে নাট্যজন সম্মাননা দেয়া হয়। এ উৎসবে পদকপ্রাপ্তদের ক্রেস্ট, উৎসব স্মারক ও উত্তরীয় পরীয় দেয়া হয়। সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার ভৌমিকের সভাপতিত্বে তিন দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা যুব কমান্ডের আহ্বায়ক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক বাদল রহমান, জেলা সাস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহাম্মদ, নাট্যতীর্থের প্রধান তপন হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, সাকাউদ্দিন আহম্মেদ রাজন, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব কর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু। শনিবার সন্ধ্যায় শেষদিনে একতা নাট্যগোষ্ঠীর পরিচালক মানস করের পরিচালনায় দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুরমার ঝুলি অবলম্বনে ‘লালকমল নীলকমল’ ও বিমল বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘একটি অবাস্তব গল্প’ নাটক মঞ্চস্থ করা হয়। এর আগের দুইদিন হুমায়ূন আহমেদের লেখা ‘১৯৭১’ এবং ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘মলুয়া সুন্দরী’ নাটক পরিবেশিত হয়। নাটকগুলোতে মানস কর, পল্লব কর, প্রান্ত বণিক, প্রেমা কর, শুভাশীষ বাপ্পী, মোস্তাক আহমেদ, মলয় কর, শিশুশিল্পী পড়শী, শুভসহ স্থানীয় বিভিন্ন নাট্যকর্মীরা অংশ নেয়। প্রতিদিন জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ দর্শক সন্ধ্যা থেকে গভীর রাত অবধি জেলা শিল্পকলা একাডেমিতে সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশনা ও নাটকগুলো উপভোগ করে ।
×