ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ফরিদা পারভীনের একক সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৬:২৮, ৮ জানুয়ারি ২০১৭

রাজশাহীতে ফরিদা পারভীনের একক সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ নাটোর জেলা সমিতির উদ্যোগে শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে লালনশিল্পী ফরিদা পারভীনের একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। শীতের সন্ধ্যায় লালন সঙ্গীতের মূর্ছনায় ভিন্ন ভিন্ন গায়কিতে রাজশাহীর দর্শকদের মুগ্ধ করেন এই শিল্পী। লালন আখড়া থেকে মধ্যবিত্তের ঘরে লালন গানকে জনপ্রিয় করা এই শিল্পী একের পর এক গানে মাতিয়ে তোলেন লালনভক্ত দর্শক শ্রোতাদের। দর্শকদের করতালির মাধ্যমে গুণী এ শিল্পী ‘আই দেখে যা কেমন আছি’ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। এরপর পরিবেশন করেন দেশের গান ‘এই পদ্মা এই মেঘনা’ দিয়ে। গান গাওয়ার সময় নেপথ্যের কথাও শোনান শিল্পী। জানালেন রাজশাহী বেতারে রেকর্ড করা এই গানগুলো পরে সারাদেশে জনপ্রিয়তা পাওয়ার নেপথ্যের কথাও। একের পর এক পরিবেশন করেন ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’। লালনের গান শুরুর আগে নিজেই জানান লালনের জীবন কথা। প্রতিটি গানের আগে দিলেন তার বর্ণনা। লালনের সমাজ সংস্কার, আধ্যাত্মিকতা এবং মানবতার কথা তুলে ধরে ফরিদা পারভীন শুরু করেন প্রার্থনার গান ‘আমি অপার হয়ে বসে আছি’। ‘মানুষ গুরু নিষ্ঠা যার’ বাড়ির পাশে আরশি নগর’। শ্রোতাদের তুমুল করতালির মধ্যে শুরু করে ‘তিন পাগলে হলো মেলা’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ইত্যাদি সব জনপ্রিয় গান। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক কাজী আব্দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চ্যাটার্জি, বারিন্দ মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিকে দাম এবং রাজশাহী নিউ গবর্মেন্ট ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জার্জিস কাদির। সমিতির পক্ষ থেকে শিল্পী ফরিদা পারভীনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া রাজশাহী বেতার শিল্পী সংস্থার পক্ষ থেকে সম্মাননা জানানো হয় গুণী শিল্পী ফরিদা পারভীনকে।
×