ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উয়েফার বর্ষসেরা দলে মেসি-রোনাল্ডো

প্রকাশিত: ০৫:৫৪, ৭ জানুয়ারি ২০১৭

উয়েফার বর্ষসেরা দলে মেসি-রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেখেই উয়েফা ২০১৬ সালের বর্ষসেরা দলের নাম ঘোষণা করেছে। দলে আছেন এ্যান্টোনিও গ্রিজম্যানও। তবে অবাক করা ব্যাপার, এই দলে জায়গা হয়নি ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) খেলা কোন ফুটবলারের। দর্শকদের ভোটে চূড়ান্ত করা একাদশে পল পোগবা, আলেক্সিস সানচেজ, জ¬াতান ইব্রাহিমোভিচদের পাশাপাশি জায়গা হয়নি নেইমার, লুইস সুয়ারেজ এবং গ্যারেথ বেলেরও। সেরা একাদশের আট ফুটবলার স্প্যানিশ লা লিগার, দু’জন ইতালিয়ান সিরি এ এবং একজন জার্মান বুন্দেসলিগার। এরমধ্যে রিয়াল মাদ্রিদ থেকে সর্বোচ্চ চারজন, বার্সিলোনার তিনজন, এ্যাটলেটিকো মাদ্রিদের একজন, জুভেন্টাসের দুইজন এবং বেয়ার্ন মিউনিখের এক ফুটবলার জায়গা পেয়েছেন। রোনাল্ডো, মেসি ও গ্রিজম্যান যথাক্রমে ২০১৬ ব্যালন ডি’অরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। এই তিনজনসহ অন্য আটজনকে নিয়ে ঘোষিত পুরো দল উয়েফা ডট কম ব্যবহারকারীদের কাছ থেকে প্রায় ৭২ লাখ ভোট পান। ঘোষিত একাদশে সবচেয়ে বেশি ৪ লাখ ৮৮ হাজার ভোট পাওয়া রামোস। আর এই নিয়ে ১১ বারের মতো উয়েফা বর্ষসেরা দলে সুযোগ পেলেন রোনাল্ডো। এটিও একটি রেকর্ড।
×