ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভর্তি ফি ছাড়া বই নেই

প্রকাশিত: ০৫:৪৯, ৭ জানুয়ারি ২০১৭

ভর্তি ফি ছাড়া বই নেই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ স্কুলের ভর্তি ফি জমা না দেয়ায় নতুন বছরের সরকারের দেয়া বিনামূল্যে পাঠ্যপুস্তক হতে বঞ্চিত হয়েছে ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ ভর্তি ফি ছাড়া বই দিচ্ছেন না প্রধান শিক্ষক। শুক্রবার বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারী ঘোষণা মোতাবেক বছরের প্রথম দিনই সব শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের কথা। সে হিসেবে ১ জানুয়ারি বই নিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যায় শিক্ষার্থীরা। তবে এদিন যারা স্কুলের ফি দিয়ে বিভিন্ন ক্লাসে ভর্তি হয়েছে, তাদেরই কেবল বই দেয়া হয়। এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, তার ছেলে এবার সপ্তম শ্রেণীতে উঠেছে। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তাকে এখনও ভর্তি করাতে পারেননি। ফলে তার ছেলের মতো অনেক শিক্ষার্থী বই হতে বঞ্চিত। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ভর্তি ফির অজুহাতে বই আটকানোর প্রশ্ন উঠে না। বিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষার্থীকে বই দেয়া হয়ে গেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক অভিযোগ করে বলেন, অনেক শিক্ষার্থীকে এখনও বই দেয়া হয়নি। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর দুই কর্মকর্তাকে ওই বিদ্যালয়ে পাঠিয়েছিলাম। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিস পাঠানো হয়েছে। তার জবাব পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×