ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে স্টিমারের ধাক্কায় ট্রলার ডুবে ৩ জন নিখোঁজ

প্রকাশিত: ০৫:৪৯, ৭ জানুয়ারি ২০১৭

ঝালকাঠিতে স্টিমারের  ধাক্কায় ট্রলার ডুবে  ৩ জন নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৬ জানুয়ারি ॥ সুগন্ধা নদীর পুরাতন কলেজ এলাকায় খুলনা-ঢাকা রুটে চলাচলকারী স্টিমার এমভি- মধুমতির ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। ১১ জন যাত্রীর মধ্যে ৩ জন এখনও নিখোঁজ রয়েছে এবং অন্যরা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। নিখোঁজের মধ্যে রয়েছে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের আঃ রাজ্জাক (৩২), হাজরা গাতী গ্রামের তছলিম উদ্দিন (৫০), মহদিপুর গ্রামের আলম জোমাদ্দার (৩৫)। কাওড়াকান্দিতে নিখোঁজ ১ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে লিপি বেগম নামে ১ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। শুক্রবার সকালে শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ লিপি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শামচুল আলম জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটের সঙ্গে ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বোট দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায়। এ সময় আহত হয় ৬ জন। পরে অন্য স্পিডবোটের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×