ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সুলতানা কামাল নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে

প্রকাশিত: ০৩:৪৬, ৬ জানুয়ারি ২০১৭

নেত্রকোনায় সুলতানা কামাল নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ জানুয়ারি ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। আমাদের আরও অনেক পথ এগোতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির চর্চা ও বিশ্বাসের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হলে সম্পূর্ণ নারী মুক্তি বা উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও সমাজের সকল ক্ষেত্রে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠিত করতে প্রয়োজন সোশ্যাল রেভ্যুলেশন এবং পলিটিক্যাল মুভমেন্ট। বৃহস্পতিবার নেত্রকোনার বেসরকারী উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন : অভিজ্ঞতা, সীমাবদ্ধতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্থার ৩০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। স্বাবলম্বীর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক রওশন আখতারের সভাপতিত্বে এবং অধ্যাপক আফজালুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন: স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, সদর উপজেলার ইউএনও মুশতারী কাদেরী, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মনিরা বেগম, তুহিন আক্তার।
×