ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সোশ্যাল মিডিয়া এ্যাকাউন্ট জানাতে হচ্ছে

প্রকাশিত: ০৬:০১, ৫ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের  সোশ্যাল মিডিয়া  এ্যাকাউন্ট জানাতে  হচ্ছে

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ নিরাপত্তা জোরদারকরণ নিয়ে যুক্তরাষ্ট্র সরকার নতুন পদক্ষেপ হিসেবে দেশটিতে যাওয়া ভ্রমণকারী বা ট্যুরিস্টদের কাছে তাদের ফেসবুক, টুইটার ও অন্যান্য সোস্যাল মিডিয়া একাউন্ট সম্পর্কে জানতে চাইছে। এই পদক্ষেপ সম্ভাব্য হুমকি শনাক্তকরণে নেয়া হয়েছে। যদিও দেশের টেক-জায়েন্ট ও গোপনীয়তা রক্ষার ব্যাপারে যারা উচ্চকিত তারা এর বিরোধিতা করে আসছে। এই ব্যবস্থা দীর্ঘমেয়াদে মুসলমানদের প্রতি কঠোর ব্যক্তিগত নিরাপত্তাহীনতা সৃষ্টি করা ছাড়াও যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশে নতুন করে ‘কড়াকড়ি আরোপ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত ২০ ডিসেম্বর থেকে যেসব বিদেশী ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে ভিসা ওয়েভার কর্মসূচীর আওতায় প্রবেশ করছেন তাদের এক অপশনাল অনুরোধ জানানো হচ্ছে অনলাইন উপস্থিতি সম্পর্কে তথ্য দেয়ার জন্য। সরকারী কর্মকর্তারা তা কনফার্ম করেছেন বলে নতুন বছরের শুরুতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে জানা গেছে। সোশ্যাল মিডিয়ার অন্যতম হচ্ছে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন ও ইউটিউব। তাতে একটি স্থান রয়েছে যাতে ওইসব সাইটে তারা তাদের মন্তব্য দিতে পারেন।
×