ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জরিমানা ছাড়াই কর পরিশোধের সুযোগ পাচ্ছেন গাড়ির মালিকরা

প্রকাশিত: ০৫:৫৭, ৫ জানুয়ারি ২০১৭

জরিমানা ছাড়াই কর পরিশোধের সুযোগ পাচ্ছেন গাড়ির মালিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর খেলাপি গাড়ি মালিকরা জরিমানা ছাড়াই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা পরিশোধের সুযোগ পাবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক কর্মকর্তা জানান, ১৫ এপ্রিলের মধ্যে খেলাপিরা জরিমানা ছাড়াই বকেয়া পরিশোধের সুযোগ পাবেন। এই সুযোগ গ্রহণ না করলে নির্ধারিত সময়ের পর বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তখন জরিমানাসহ বকেয়া আদায় করা হবে। তিনি জানান, ২০১৪ সালে এ ধরনের সুযোগ দেয়া হয়েছিল, তখন ২৭৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। সেই সফলতা থেকেই ফের একই ধরনের সুযোগ দেয়ার চিন্তা করা হচ্ছে। জানা যায়, কাগজেকলমে এ ধরনের গাড়ির সংখ্যা প্রায় ৬ লাখ। তবে বাস্তবে সংখ্যা অর্ধেকের মতো হতে পারে। কারণ, অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু গাড়ির নম্বর সরকারী খাতায় রয়ে গেছে। ফলে বকেয়া কর ও ফি না দেয়ায় এই গাড়ি মালিকদের জরিমানা বাড়ছে। তবে বিষয়টি এখনও কার্যকর হচ্ছে না। এ জন্য প্রজ্ঞাপন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
×