ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চবির ডিন নির্বাচন

বিএনপি-জামায়াতপন্থীদের ভরাডুবি

প্রকাশিত: ০৬:২৮, ৪ জানুয়ারি ২০১৭

বিএনপি-জামায়াতপন্থীদের ভরাডুবি

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাত অনুষদের ডিন নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ভরাডুবি হয়েছে। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দল। সাত অনুষদের ছয়টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে হলুদ দলের প্রার্থীরা। আর একটি অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। কোন অনুষদেই সুবিধা করতে পারেনি বিএনপি-জামায়াতপন্থী প্রার্থীরা। নবনির্বাচিত ডিনরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদে প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদে প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদে প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদে প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ, আইন অনুষদে প্রফেসর আবুল বশর মোহাম্মদ আবু নোমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জীব বিজ্ঞান অনুষদে প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রফেসর ড. শংকর লাল সাহা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে বেলা পৌনে দুইটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত ২৭ ও ২৯ ডিসেম্বর অগ্রিম ভোট গ্রহণ চলে। মসজিদের জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত এক নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মনহরপুর গ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত হয়েছেন মনহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফখর উদ্দিন। সোমবার রাত পৌনে ১২টার দিকে জলমহাল দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে। নিহতর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, মনোহরপুর গ্রামের একটি মসজিদের জলমহাল নিয়ে দুই গ্রুপের দু’বছর ধরেই বিরোধপূর্ণ অবস্থান ছিল। সোমবার রাতে দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জলমহাল দখল করতে যায়। জলমহালের দখল নিয়ে আব্দুস সোবহান ও মনফর মিয়ার সংঘর্ষে জড়িয়ে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে সোবহানের পক্ষের ফখর উদ্দিন মারা যায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ভাসমানদের শীতবস্ত্র বিতরণ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৩ জানুয়ারি ॥ বোয়ালমারী পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা ত্রাণ শাখার উদ্যোগে সোমবার গভীর রাত পর্যন্ত দেড় শতাধিক ভাসমান হতদরিদ্র ও ছিন্নমূলের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত পৌর এলাকার স্টেশন প্লাটফর্ম, স্টেশন রোড, হাসপাতালের রোড ও সরকারী হাসপাতালে ভাসমান হতদরিদ্র ও ছিন্নমূলের মধ্যে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, পিআইওর সহকারী আবুল কালাম আজাদ, অফিস সহায়ক আহাদ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ ডিসেম্বর ॥ মঙ্গলবার ধামইরহাটে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুই কিমি রাস্তা নির্মাণ করা হয়েছে। এদিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ চলে। উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত মইশড় জামে মসজিদ থেকে শুরু করে জগদল আব্দুল লতিফ মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়। এই নির্মাণ কাজে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে মইশড় ও জগদল গ্রামের দেড় সহস্রাধিক মানুষ কোদাল-ডালি নিয়ে অংশগ্রহণ করেন। নির্মাণ কাজে অংশগ্রহণকারীদের জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। রাস্তা নির্মাণ কাজে পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও অংশগ্রহণ করেন। রাস্তা নির্মাণের সময় ওই এলাকায় যেন উৎসবের আমেজ বিরাজ করছিল।
×