ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:২৪, ৪ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩ জানুয়ারি ॥ শরীয়তপুরে বিভিন্ন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে ফের অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। জেলার চরাঞ্চলের দিনমজুর খেটে-খাওয়া অভাবী মানুষ উপায়ান্ত না দেখে পালের গবাদি পশু বিক্রি, এনজিও ও বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ ও দাদন এনে সন্তানদের ফরম পূরণ করতে বাধ্য হচ্ছে। মঙ্গলবার সরেজমিন গিয়ে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার হাজী শরীয়তউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকরা এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ শিক্ষা বোর্ড নির্ধারিত টাকার ৭/৮ গুণ হারে আদায় করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। হাজী শরীয়তউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা জানান, ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৮শ’ ৬৫ টাকা হলেও কলেজের প্রিন্সিপাল তাদের কাছ থেকে ১০ হাজার থেকে ১৭ হাজার টাকা করে আদায় করছে। অন্যথায় কাউকে ফরম পূরণ করতে দেয়া হয়নি। এতে অনেক গরিব পরীক্ষার্থী এ বছর এ কলেজ থেকে ফরম পূরণ করতে পারেনি। কলেজের এইচএসসি পরীক্ষার্থী জয়নাল আবেদীন জানায়, তার কাছ থেকে প্রিন্সিপাল ফরম পূরণ করার জন্য ১৭ হাজার ৫শ’ টাকা দাবি করেন। দিনমজুরের ছেলে জয়নাল আবেদীন এই টাকা যোগাড় করতে না পারায় তাকে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে দেয়নি কলেজের প্রিন্সিপাল মোঃ আবুল বাশার আল আজাদ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবুল বাশার আল আজাদ বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ২ হাজার ২শ’ ৬৫ টাকা করে ধরা হয়েছে। আর তাদের বিশেষ নার্সিংয়ের জন্য কিছু টাকা নেয়া হয়েছে। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল আহমেদ বলেন, ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে ৫ জানুয়ারি তিন স্থানে সমাবেশ করতে চায় বিএনপি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গণতন্ত্র হত্যা দিবসের ব্যানারে চট্টগ্রাম মহানগর বিএনপি কাল বৃহস্পতিবার নগরীর কাজির দেউরিসহ তিনটি স্থানে সমাবেশ করতে চায়। এ লক্ষ্যে নগর বিএনপির পক্ষ থেকে সিএমপির কাছ অনুমতি চাওয়া হয়েছে। এদিকে সমাবেশ উপলক্ষে নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ডাঃ শাহাদাত উল্লেখ করেন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক দেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্ক। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যই এ কাজ করেছে এবং তারা করতে পারে।
×