ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২২ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ৪ জানুয়ারি ২০১৭

২২ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামী ২২ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, এটি হবে চলতি সংসদের তৃতীয় বছরের প্র্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনের উদ্বোধনী বৈঠকেই ভাষণ দেবেন। চলতি সংসদের সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আততায়ীর গুলিতে নিহত হওয়ায় অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। তবে চলমান সংসদের সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণের পর সংসদ অধিবেশন মূলতবি করার রেওয়াজ থাকলেও রাষ্ট্রপতির ভাষণের পর মূলতবি করা হবে বলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, অতীতের মতো শীতকালীন এ অধিবেশন হবে দীর্ঘ মেয়াদী। দেড় মাসেরও বেশি সময় ধরে অধিবেশন চলবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। অধিবেশনের মেয়াদ কত দিন হবে তা ঠিক করবে সংসদের কার্যউপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংসদের ত্রয়োদশ অধিবেশন গত ৪ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হয়। আর ২০১৬ সালের ২০ জানুয়ারি ওই বছরের প্রথম অধিবেশন শুরু হয়। বিদায়ী বছরে সংসদের ৫টি অধিবেশনে ৫০টি বিল পাস হয়েছে। এই বছরে সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের সম্পদ বাজেয়াপ্ত এবং এরশাদ-জিয়া ও মোশতাকের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×