ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিনু-নাদিম বনাম বুলবুল-মিলন ॥ রক্ষা কমিটি গঠন

রাজশাহী বিএনপিতে দ্বন্দ্ব, খালেদার কাছে নালিশ

প্রকাশিত: ০৬:১৪, ৩ জানুয়ারি ২০১৭

রাজশাহী বিএনপিতে দ্বন্দ্ব, খালেদার কাছে নালিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তফাকে বাদ দিয়ে সাত বছর পর রাজশাহী মহানগর বিএনপির গঠিত নতুন কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। নতুন কমিটির বিরুদ্ধে একটি পক্ষ মাঠে নেমেছে। কমিটি বাতিলের দাবিতে একাংশ লাগাতার কর্মসূচীও পালন করছে। সর্বশেষ বুলবুল-মিলনের কমিটি বাতিলের দাবিতে পাল্টা বিএনপি রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এর আগে দলীয় কার্যালয়ে তালা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে লিখিত নালিশও জানিয়েছে পদ বঞ্চিত নেতাদের একটি গ্রুপ। দলীয় সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর সাত বছর পর কেন্দ্র থেকে প্রভাবশালী দুই নেতা মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তফাকে বাদ দিয়ে রাজশাহী নগর ও জেলায় বিএনপির কমিটি গঠন করা হয়। নগর বিএনপির সভাপতির পদ থেকে কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুকে কমিটি থেকে বাদ দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে দায়িত্ব দেয়া হয়েছে। আর জেলায় নাদিম মোস্তফাকে বাদ দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে তোফাজ্জল হোসেন তপুকে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে দলের দুই পক্ষের মধ্যে। যদিও নতুন সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন পদ বঞ্চিত হয়ে মিনুই এখন একটি পক্ষকে উস্কানি দিয়ে দল ভাঙ্গার অপচেষ্টা করছেন। এদিকে নগরীর মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে রাজশাহী মহানগর বিএনপির সব স্তরের নেতাকর্মীর অংশগ্রহণে আলোচনা সভা এবং সকলের সমন্বয়ে ও মতামতের ভিত্তিতে রাজশাহী বিএনপি রক্ষা পরিষদের কমিটি ঘোষণা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা ও সদস্য সচিব করা হয়েছে বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু। ৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির সবাই মিনু ও নাদিমপন্থী বলে জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর ও জেলা বিএনপির সদ্য ঘোষিত সমন্বয়হীন বিতর্কিত কমিটি স্থগিত করে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করতে হবে। তা না হলে আগামীতে মহানগর বিএনপি সব কেন্দ্রীয় কর্মসূচী রাজশাহী বিএনপি রক্ষা কমিটির নেতৃত্বে পালন করা হবে। এছাড়া রাজশাহী জেলা বিএনপির কমিটি নিয়ে ১৬ জনপ্রতিনিধি ও নেতার অনাস্থার পর এবার রাজশাহী মহানগর বিএনপির কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বিএনপিপন্থী কাউন্সিলররা। সিটি কর্পোরেশনের ১৭ কাউন্সিলরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্মেলনের মাধ্যমে নগর বিএনপির কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। সোমবার জেলার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটিও খালেদা জিয়ার কাছে চিঠি দিয়ে জেলা কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করে তৃণমূল ও স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে আন্দোলনবিমুখ, স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয়, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আর পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে মহানগর বিএনপি থেকে বাদ দেয়া হয়েছে। মহানগর বিএনপির সদ্য ঘোষিত কমিটি অথর্ব, অনভিপ্রেত ও নজিরবিহীন উপহাস বলে উল্লেখ করেন তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত সমন্বয়হীন কমিটি দলের মধ্যে দীর্ঘমেয়াদে বিভেদ, অস্থিরতা, অচলাবস্থার সৃষ্টি করবে। তাই সদ্য ঘোষিত মহানগর বিএনপির বিতর্কিত কমিটি স্থগিত করার দাবি জানান তারা। রাসিকের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আমিন বলেন, কারও প্রতি কোন রাগ ক্ষোভ থেকে নয়, আমার মনে হয় দলের স্বার্থে কমিটির পুনর্গঠন প্রয়োজন। এ বিষয়ে নতুন কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নেতৃত্ব আঁকড়ে ধরে রাখার জন্য একটি পক্ষ গভীর ষড়যন্ত্র করছে। এদের পেছনে বাদপড়া দুই ‘বড়ভাই’ (মিনু-নাদিম) রয়েছেন বলে ইঙ্গিত দেন তিনি। তিনি বলেন, দলের চেয়ারপার্সন কমিটি করে দিয়েছেন সেটাই চূড়ান্ত। এ নিয়ে কারও কোন প্রশ্ন তোলার অবকাশ নেই।
×