ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুকুল রায়ের ‘বাগেশ্বরী পাহাড়’ উপন্যাসের অসমিয়া সংস্করণের প্রকাশনা

প্রকাশিত: ০৬:১৭, ২ জানুয়ারি ২০১৭

মুকুল রায়ের ‘বাগেশ্বরী পাহাড়’ উপন্যাসের অসমিয়া সংস্করণের প্রকাশনা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের কবি ও সাহিত্যিক মুকুল রায়ের ‘বাগেশ্বরী পাহাড়’ উপন্যাসের অসমিয়া সংস্করণের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভারতের আসামের রাজধানী গুয়াহিটিতে গুয়াহাটি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আসাম ভ্রমণোপন্যাস ‘বাগেশ্বরী পাহাড়’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটির অসমিয়া সংস্করণ নাম ‘পাহাড়ি কন্যা বাগেশ্বরী’। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অসমের প্রসিদ্ধ কথাশিল্পী ও ভারত সরকারের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল অব পুলিশ হিরেণ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অসমিয়া কবি মীরা ঠাকুর, অসমিয়া কবি ও গল্পকার এবং গুয়াহাটি দুরদর্শন কেন্দ্রের ডিরেক্টর দেবেন তামুলী, ঔপন্যাসিক, সমালোচক ও পত্রিকা সম্পাদক ড. ফণীন্দ্র দেব চৌধুরী, গীতিকার, কবি ও সমালোচক মন্মথ বৈশ্য প্রমুখ। গ্রন্থটি বাংলা থেকে অসমিয়া ভাষায় অনুবাদ করেছেন অসমিয়া কবি ও সাহিত্যিক সঙ্গীতা বরুয়া শইকীয়া। গ্রন্থটি প্রকাশ করেছে গৌহাটির প্রকাশক স্বস্তিকা প্রিয়ম। এদিকে ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘আন্তর্জাতিক অসমিয়া গ্রন্থমেলায়’ আরও একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে কবি মুকুল রায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
×