ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে আখচাষীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৬:১৪, ২ জানুয়ারি ২০১৭

নাটোরে আখচাষীদের প্রতিবাদ সমাবেশ

নাটোরে আখচাষী নেতা ইব্রাহীম খলিল ও গোলাম মোস্তফার ওপর সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৯ দফা বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে উত্তরবঙ্গ চিনিকল ও নাটোর চিনিকলের আখচাষীরা। রবিবার বিকেলে নাটোর জেলা আখচাষী সমিতির ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবশের আয়োজন করা হয়। আখচাষী নেতা আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, বাংলাদেশ যুবমৈত্রীর জেলা সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান, উত্তরবঙ্গ আখচাষী সমিতির উপদেষ্টাম-লীর সদস্য সুকুমার রায়, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল। -নিজস্ব সংবাদদাতা, নাটোর
×