ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একতা নাট্যগোষ্ঠী সম্মাননা পাচ্ছেন আতাউর রহমান ও তপন হাফিজ

প্রকাশিত: ০৬:৩২, ২৯ ডিসেম্বর ২০১৬

একতা নাট্যগোষ্ঠী সম্মাননা পাচ্ছেন আতাউর রহমান ও তপন হাফিজ

সংস্কৃতি ডেস্ক ॥ নাটক সবসময় জীবনের কথা বলে। নাটকে দ্রোহ-প্রেম অবলীলায় প্রকাশ পায়। অসত্য-অন্যায়-অমঙ্গলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে নাটক। ইতিহাস-ঐতিহ্যের নান্দনিক উৎকর্ষ এবং অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে মঞ্চ নাটকের অবস্থান বরাবরই অনেক শক্ত। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের পাশাপাশি ৯০-এর স্বৈরাচারী সরকার হঠানোর ক্ষেত্রে নাটক ব্যাপক ভূমিকা রেখেছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের শাণিত নেতৃত্বে যূথবদ্ধ আন্দোলনে দেশব্যাপী ছড়িয়ে গেছে নাট্যচর্চার প্রবহমানতা। এই আন্দোলনের অন্যতম অংশীদার কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠী। ঐতিহ্যবাহী এ নাট্য সংগঠন গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় ৩ দশক পার করেছে। তিন দশকে তারা ৬৫টি প্রযোজনার সহস্রাধিক মঞ্চায়ন করেছে। নাট্য আন্দোলনের সাফল্যের তিন দশক উদযাপন করতে ‘অন্যায়-অসত্য অমঙ্গলের বিরুদ্ধে নাটক আমার প্রতিবাদের হাতিয়ার’ সেøাগানে তিন দিনব্যাপী বিশেষ নাট্যমেলার আয়োজন করেছে দলটি। মেলা প্রসঙ্গে একতা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা সভাপতি মানসকর জানানÑ তিন দিনের এ আয়োজনে থাকছে নাটক মঞ্চায়ন, নাট্যজন সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা। এবারের মেলায় বিশেষ সম্মাননা পাচ্ছেন মঞ্চ সারথি আতাউর রহমান ও নাট্যতীর্থের অভিনেতা, নির্দেশক তপন হাফিজ। তিন দিনব্যাপী ‘একতা নাট্যমেলা ২০১৬’ আজ শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তিন দিনের উৎসবে দলের মোট ৪টি নাটক মঞ্চস্থ হবে। চারটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন দলের প্রধান মানসকর। কিশোরগঞ্জ শিল্পকলা একডেমির মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। মেলা উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্দেশক, মঞ্চ সারথী আতাউর রহমান। উদ্বোধনী দিনে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে দলের নতুন প্রযোজনা ‘মলুয়া’ সুন্দুরী। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছন একতা নাট্যগোষ্ঠীর প্রধান নাট্য নির্দেশক মানসকর। মেলার দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার মঞ্চস্থ হবে হুমায়ূন আহমেদ রচিত ও মানসকর নির্দেশিত ‘১৯৭১’। তৃতীয় দিন মঞ্চস্থ হবে ঠাকুরমার ঝুলি গল্প অবলম্বনে নাটক ‘লাল কমল নীল কমল’ এবং বিমল বন্দোপাধ্যায় রচিত ‘একটি অবাস্তব গল্প’। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন মানসকর। প্রসঙ্গত, ১৯৮৬ সালের ২২ আগস্ট দলটি প্রতিষ্ঠার পর অসংখ্য নাটক তারা মঞ্চে এনেছে। এ পর্যন্ত দলটি ৬৫টি নাটক মঞ্চে এনেছে। এরমধ্যে পথ নাটক ১০টি এবং মঞ্চনাটক ৫৫টি। দলের বেশিরভাগ প্রযোজনায় দর্শক নন্দিত হয়েছে। দলের সর্বশেষ প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘মহুয়া সুন্দরী’ নাটকটি সাম্প্রতিক সময়ে প্রশংসিত হয়। এছাড়া দলের নতুন প্রযোজনা ‘মলুয়া সুন্দুরী’ নাটকের উদ্বোধনী মঞ্চায়নও হবে এই মেলায়।
×