ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পুলিশ পরিদর্শকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৭, ২৯ ডিসেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ে পুলিশ পরিদর্শকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ ডিসেম্বর ॥ সদর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম খানের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় পুলিশ ক্লাবের এক কক্ষ থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। সদর থানার ওসি মসিউর রহমান জানান, পুলিশ ক্লাব কক্ষে কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম খানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, সকাল ৯টা পর্যন্ত রবিউলের সাড়া না পাওয়ায় দরজা-জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি সেখানে আগের রাতে খাওয়া শেষে ঘুমিয়েছিলেন। পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। রবিউল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলায়। তিনি পঞ্চগড় থেকে বদলি হয়ে দুই মাস আগে ঠাকুরগাঁও সদর কোর্টে যোগদান করেন। কুষ্টিয়া নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, অপহরণের পাঁচ দিন পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর দুর্গম মুন্সীপাড়া এলাকায় চরের পানিতে ভাসমান অবস্থায় ইমরান হোসেন নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভেড়ামারা থানা পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকা থেকে নিখোঁজ হয় ইমরান। এরপর ২৫ ডিসেম্বর সকালে তার বাবা চারজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। ইমরান হোসেন এক সন্তানের জনক। তার বাবা টিকটিকি পাড়ার ইয়ার আলী।
×