ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জলবায়ু ক্ষতিগ্রস্ত জেলায় ১০০ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৫:৫৪, ২৯ ডিসেম্বর ২০১৬

জলবায়ু ক্ষতিগ্রস্ত জেলায় ১০০ কোটি টাকার প্রকল্প

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় গৃহীত প্রকল্পে ১০০ কোটি টাকার অর্থ বরাদ্দ অনুমোদন দিয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ড। সচিবালয়ে ট্রাস্টি বোর্ডের ৪২তম বৈঠক শেষে এ কথা জানান বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৈঠকে ট্রাস্টি বোর্ডের সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময়, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হওয়ায়, জলবায়ু ঝুঁকি তহবিলের বরাদ্দ কম পাওয়ার আশঙ্কার কথা জানান পরিবেশ মন্ত্রী। জলবায়ুর প্রভাব মোকাবেলায় গৃহীত প্রকল্প অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে স্বীকার করেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের প্রতিশ্রুত দুই বিলিয়ন ডলার অনুদান হিসেবে পাওয়া অনিশ্চিত বলে জানান মন্ত্রী। -অর্থনৈতিক রিপোর্টার
×