ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে হেরে যারা অহেতুক মন্তব্য করে তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৬

নির্বাচনে হেরে যারা অহেতুক মন্তব্য করে তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন বর্জন করা আর নির্বাচনকে অহেতুক বিতর্কিত করা বিএনপির অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়া বলছেন, নারায়ণগঞ্জের নির্বাচন সঠিকভাবে হয়নি। নির্বাচনে পরাজিত হবার পরে যারা এমন মন্তব্য করে তাদের সঙ্গে কথা বলতেই ইচ্ছা করে না। তাদের (বিএনপি) এই হীনমানসিকতা সবসময়ই পরিত্যাজ্য। বুধবার বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নবনির্বাচিত নেতৃবৃন্দ সাক্ষাত করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন। ধানম-ির বাসভবনে সাক্ষাত করতে আসা নবনির্বাচিত বিএমএ নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনকে আরও এগিয়ে নিতে সহায়তা করার জন্য বিএমএ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের দরিদ্র মানুষ যেন সহজে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন থেকে শুরু করে সকল স্তরের হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিএমএ’র নবনির্বাচিত কমিটিকে তৎপর থাকতে হবে। নতুন সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডাঃ এহতেশামুল হক চৌধুরী বিএমএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। গত ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়। বেসরকারী মেডিক্যালে এমবিবিএস ভর্তির সময়সীমা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বর্ধিত ॥ বেসরকারী মেডিক্যাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে চীনের সঙ্গে এমওইউ স্বাক্ষর ॥ এদিকে চীনের আর্থিক সহায়তায় ঢাকায় স্থাপিত হতে যাচ্ছে ১০০০ শয্যার অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল। বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
×