ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭৮৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৬

৭৮৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দূরদর্শিতা এবং পরবর্তীকালে তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ক্রমাগত অর্থনৈতক উন্নয়নসহ সামরিক বাহিনী এবং সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং একটি আধুনিক, ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী গঠনের কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শীঘ্রই নৌবহরে যুক্ত হতে যাচ্ছে ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে দু’টি সাবমেরিন। শীঘ্রই সাবমেরিন দু’টি কমিশনের মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে উন্মোচিত হবে। তিনি মঙ্গলবার সকালে খুলনার নৌঘাঁটি তিতুমীর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৬-বি ব্যাচের ৭৮৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মহান দায়িত্বে নিজেদের আত্মনিয়োগ করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি শিক্ষাকে ভবিষ্যত কর্মজীবনে ব্যবহার করে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন। মনোজ্ঞ এ কুচকাওয়াজে অন্যান্যের মধ্যে সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সমরিক এবং বেসামরিক কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে নৌবাহিনীর ২০১৬-বি ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ তুষারুজ্জামান, ওডি/ইফটি পেশাগত ও সকল বিষয়ে সেরা নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া ইনজামুল হক পলাশ, ডিই/এমএ-২/ইফটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং আবদুল্লাহ আল মামুন, আরও (জি)-২ইফটি তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন।
×