ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে নাগরিকত্ব

বাংলাদেশসহ তিন দেশের রেজিস্ট্রেশন ফি এখন মাত্র এক শ’ রুপী

প্রকাশিত: ০৫:১৩, ২৬ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশসহ তিন দেশের রেজিস্ট্রেশন ফি এখন মাত্র এক শ’ রুপী

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু ও অন্য সংখ্যালঘুরা মাত্র ১০০ রুপী রেজিস্ট্রেশন ফি দিয়ে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন। আগে এই ফি ছিল ১৫ হাজার রুপি। তা থেকে প্রতিবেশী এ তিনটি দেশের জন্য ফি কমিয়ে ১০০ রুপি করা হয়েছে। রবিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, নাগরিকত্বের রেজিস্ট্রেশন ফি কমানোর বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে ভারত সরকার। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রীস্টানদের বেলায় নতুন এ বিধান প্রযোজ্য হবে। এছাড়া যারা দীর্ঘমেয়াদি ভিসায় (লং টার্ম ভিসা) ভারতে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য। তবে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান বাদে অন্য কোন দেশের সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব নিতে চাইলে রেজিস্ট্রেশন ফি দিতে হবে ১০ হাজার রুপি। গত বছর বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুদের ওই দেশে থাকতে দেয়ার সিদ্ধান্ত দেয় মোদি সরকার। সে অনুযায়ী যে সকল সংখ্যালঘু ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন তারাই এই সুযোগ পাবেন।
×