ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদি অর্থনীতিতে স্বস্তির আভাস

প্রকাশিত: ০৬:১৭, ২৫ ডিসেম্বর ২০১৬

সৌদি অর্থনীতিতে স্বস্তির আভাস

আগামী ২০১৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে সৌদি আরব। নতুন বাজেটে দেশটির ঘাটতি আরও কমানো হয়েছে। এ ঘাটতি দুই-তৃতীয়াংশ কমবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। যার ফলে শঙ্কা কাটিয়ে সৌদি অর্থনীতিতে স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। সৌদি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী অর্থবছরে বাজেট ঘাটতি কমে হবে ৩৩ শতাংশ; যার পরিমাণ ১৯৮ বিলিয়ন সৌদি রিয়েল (৫৩ বিলিয়ন ডলার)। যে পরিমাণ ঘাটতি হবে সেটা ‘নিয়ন্ত্রণযোগ্য’। আর অর্থনীতির পুরো অস্বস্তি কাটিয়ে ২০২০ সালে বাজেট ঘাটতি শূন্যের কোটায় নামবে। নতুন বছরের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ হাজার ৭০০ কোটি ডলার। এর বিপরীতে দেশটির বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ১৮ হাজার ৪০০ কোটি ডলার। বাজেটে চলতি অর্থবছরেও ঘাটতি কমবে বলে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×