ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহত-চার

লক্ষ্মীপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে  ছাত্রলীগের  হামলা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৪ ডিসেম্বর ॥ লক্ষ্মীপুর সরকারী কলেজের রোভার স্কাউট প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে কলেজ ছাত্রলীগ। এ সময় সিনিয়র রোভার মেট মোঃ হাসানসহ অন্তত ৪ প্রশিক্ষণার্থী আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসের প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের ওপর এ হামলা চালায় কলেজ ছাত্রলীগ কর্মীরা। প্রশিক্ষণার্থীরা জানান, বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল এদিন। অনুষ্ঠান চালাকালে ছাত্রলীগ নামধারী পিয়াস ও বাঁধনের নেতৃত্বে ২০-২৫ ছাত্রলীগ কর্মী হঠাৎ প্রশিক্ষনার্থীদের ওপর হামলা চালায়। এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুন্নবী সোহেল চৌধুরী সন্ধ্যায় মোবাইল ফোনে জানান, ঘটনা সম্পর্কে শুনেছি। খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন ভূঁইয়া বলেন, এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তসাপেক্ষে হামলার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×