ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্সেল বিজয় দিবস হকি ফাইনালে মুখোমুখি সেনা ও নৌবাহিনী

প্রকাশিত: ০৪:১০, ২৫ ডিসেম্বর ২০১৬

মার্সেল বিজয় দিবস হকি ফাইনালে মুখোমুখি সেনা ও নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে সেনা ও নৌবাহিনী। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৭-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ৫-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার বেলা পোনে ৩টায় ফাইনালে মুখোমুখি হবে সেনা ও নৌবাহিনী। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। প্রথম সেমিফাইনালে বিমানবাহিনীর বিপক্ষে সেনাবাহিনীর খোরশেদুর রহমান ৩টি গোল (২টি পিসি ও ১টি পিএস গোল) করেন। মিলন হোসেন করেন ২টি ফিল্ড গোল। এছাড়া হাসান যুবায়ের নিলয় ও আব্দুল মালেক ১টি করে ফিল্ড গোল করেন। দ্বিতীয় সেমিতে নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি ২টি ফিল্ড গোল করেন। এছাড়া রোমান সরকার, মাইনুল ইসলাম ও কৃষ্ণ কুমার দাস ১টি করে ফিল্ড গোল করেন। বিকেএসপির সোহানুর রহমান একটি পিসি এবং রাজিব দাস একটি ফিল্ড গোল করে ব্যবধান কমান।
×