ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে নিহত ৪

প্রকাশিত: ০৬:০১, ২৩ ডিসেম্বর ২০১৬

সড়কে নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় আরোহী, লক্ষ্মীপুরে কিশোর, নওগাঁয় চালক ও বেড়ায় পথচারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ কলারোয়ায় বালুবাহী ট্রাকে চাপা পড়ে ওজিয়ার রহমান (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার রায়টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে। পুলিশ জানায়, সকালে সাইকেল আরোহী ওজিয়ার রহামন সাইকেল চালিয়ে কলারোয়া উপজেলা সদর থেকে তার নিজ গ্রাম সলিমপুরের দিকে যাচ্ছিলেন। পথে রায়টা গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ সময় ট্রাকটির চাকা তার দেহের ওপর উঠে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। লক্ষ্মীপুর ॥ রায়পুর উপজেলায় বাসাবাড়ি- হায়দরগঞ্জ সড়কে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত সোহেল (১৪) উপজেলার উদমারা গ্রামের খোকনের ছেলে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী জানায়, গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে অটোরিক্সার সামনে বসা সোহেলের মৃত্যু হয়। এ সময় চালক কাউছার গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নওগাঁ ॥ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর মান্দায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক কফিল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন উপজেলার ছোট বেলালদহ গ্রামের দোকা ফকিরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কফিল উদ্দিন মোটরসাইকেল নিয়ে সাবাইহাটের দিকে যাচ্ছিলেন। ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক কফিল উদ্দিন নিহত হন। বেড়া, পাবনা ॥ বেড়ায় বাসচাপায় এক ব্যক্তির মত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার কাজীরহাট-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আমিনপুর নতুনবাজার গ্রামের ওমর আলী মোল্লার ছেলে মোছেন মোল্লা (৪০) ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন। আমিনপুরে পৌঁছলে পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী রাজদূত পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×