ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওষুধনীতি বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দিবে না সরকার ॥ নাসিম

প্রকাশিত: ০৪:২৯, ২৩ ডিসেম্বর ২০১৬

ওষুধনীতি বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দিবে না সরকার ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওষুধনীতি বাস্তবায়নে সরকার বিন্দুমাত্র ছাড় দিবে না। যে ওষুধ মানুষের জীবন বাঁচায়, সেই ওষুধ বিক্রির ক্ষেত্রে নীতিমালা মেনে ব্যবসা করতে হবে। ওষুধনীতি প্রণয়ন ও মডেল ফার্মেসি চালুর মধ্য দিয়ে নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে সরকারের অভিযান আরও জোরাল হলো। রাজধানীতে মডেল ফার্মেসি প্রকল্প উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। ধানমন্ডির লাজফার্মা এবং গ্রীন রোডের বায়োমেড ফার্মেসিকে নতুন আঙ্গিকে চালুকরণের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বৃহস্পতিবার থেকে মডেল ফার্মেসির কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ওষুধ প্রশাসন অধিদফতরের মডেল ফার্মেসি ইনিশিয়েটিভ প্রকল্প এই কর্মসূচী বাস্তবায়ন করছে। ওষুধের দোকানগুলোকে ফার্মেসি ও মেডিসিন শপ হিসেবে দুই ভাগে চিহ্নিত করে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। মডেল ফার্মেসিকে কমপক্ষে ৩০০ বর্গফুটবিশিষ্ট ও শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে। সার্বক্ষণিক রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ সুনির্দিষ্ট কিছু নীতিমালা মেনে মডেল ফার্মেসি কাজ করবে। শীঘ্রই প্রতি জেলায় কমপক্ষে একটি করে মডেল ফার্মেসি চালু করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এক্ষেত্রে সহায়তা করার জন্য ওষুধ শিল্প ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অগ্নি নির্বাপণ মহড়া ভারতের গুজরাট রাজ্যে মুন্দ্রা বন্দরের অদূরে সাগরে বুধবার ভারতীয় কোস্ট গার্ড কর্মকর্তারা অগ্নি নির্বাপণ মহড়া দিচ্ছেন -এএফপি ক্যাম্পে শিশুর খেলা গ্রীসের রাজধানী এ্যাথেন্সের উত্তরে রিতসোনা শরণার্থী ক্যাম্পে বুধবার একটি শিশু প্লাস্টিকের ঝুড়ি নিয়ে আপন মনে খেলছে। ক্যাম্পটিতে প্রধানত সিরীয় ও কুর্দি শরণার্থীরা থাকেন। ইইউ ও বলকান দেশগুলো গত মার্চে তাদের সীমান্ত বন্ধ করে দেয়ায় ৬০ হাজারের বেশি শরণার্থী আটকা পড়েছেন – এএফপি
×