ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাতভিত্তিক মেলার আয়োজন করবে চট্টগ্রাম চেম্বার

প্রকাশিত: ০৬:২৬, ২২ ডিসেম্বর ২০১৬

খাতভিত্তিক মেলার আয়োজন করবে চট্টগ্রাম চেম্বার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ক্লাব, হোটেল, কনভেনশন হলসহ বিভিন্ন খাতভিত্তিক এসএমই মেলা আয়োজনের পরিকল্পনা করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ পরিকল্পনার কথা জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ব্যবসা-বাণিজ্যের নানা সমস্যা নিয়ে ব্যবসায়ী সমাজের পক্ষে চট্টগ্রাম চেম্বার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে তা নিরসনের চেষ্টা করে। ব্যবসা-বাণিজ্য নির্বিঘেœ পরিচালনা করতে সব ধরনের উদ্যোগ নিয়ে হয়েছে। এছাড়া ২০১৫-২০১৬ সালের বার্ষিক কার্যবিবরণী অনুমোদন, ২০১৫-২০১৬ অর্থবছরের চিটাগাং চেম্বারের নিরীক্ষণকৃত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক দিদারুল আলম এমপি, মাজহারুল ইসলাম চৌধুরী, এ কে এম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), সিরাজুল ইসলাম, এম এ মোতালেব, জহুরুল আলম, মাহবুবুল হক চৌধুরী (বাবর) প্রমুখ। বিএসটিআই থেকে ৬ শিল্প প্রতিষ্ঠান পেল আইএসও সনদ অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সাতটি আইসএসও সনদ প্রদান করা হয়। শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যেÑ মেসার্স ইগলু ফুডস লিমিটেডকে আইএসও ২২০০০:২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম), মেসার্স বাম্বেলবি টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডকে আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) ও আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) এবং মেসার্স চিশতি এজি ফ্যান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স সাইলেক্স লিমিটেড, মেসার্স রয়্যাল সিমেন্ট ও মেসার্স ইমামী বাংলাদেশ লিমিটেডকে আইএসও ৯০০১:২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ প্রদান করা হয়। বুধবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এ শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআইয়ের মহাপরিচালক মোঃ সাইফুল হাসিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সনদ গ্রহণ করেন মেসার্স ইগলু ফুডস লিমিটেডের ব্যবস্থাপক হাফিজুর রহমান প্রমুখ।
×