ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের রাডার মামলা

৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে হাইকোর্টের রায় বহাল

প্রকাশিত: ০৫:৫৬, ২১ ডিসেম্বর ২০১৬

৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে হাইকোর্টের রায় বহাল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের পুনরায় পরীক্ষাকরণের ও ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার বিচারপতি। এ আদেশের ফলে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকল। জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি নিজামুল হক এ আদেশগুলো প্রদান করেন। সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের পুনরায় পরীক্ষাকরণের ও ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার বিচারপতি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা এক আবেদনের প্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি নিজামুল হক রায়ের ওপর স্থগিতাদেশ না দিয়ে আগামী ২ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জনকণ্ঠকে বলেন, চেম্বার বিচারপতির এ আদেশের ফলে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকল। এর আগে ২৪ নবেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিল। রায়ে মামলাটি যুক্তিতর্কের পর্যায় থেকে প্রত্যাহার করে প্রসিকিউশনের সাক্ষীদের পুনরায় জেরার সুযোগ দিতে বলা হয়। একই সঙ্গে মামলার কার্যক্রম ৩১ মার্চের মধ্যে শুনানি শেষ করতে বলা হয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে মামলার আরেক আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ আপীল করলে চেম্বার আদালত এ আদেশ দেয়। এরশাদ ও সুলতান মাহমুদ ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেনÑ বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক একেএম মুসা। মামলার শুরু থেকে মুসা পলাতক রয়েছেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শামসুদ্দিন বাবুল। হাইকোর্টের আদেশ বহাল ॥ জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। এ আদেশের ফলে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে এ দুই ইউপির বর্তমান ভোটার তালিকায় ভোটগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন মামলার আইনজীবী। মঙ্গলবার সুপ্রীমকোর্টের চেম্বার বিচারপতি মোঃ নিজামুল হকের আদালত এ আদেশ দেয়। আদালতে স্থগিত আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও এ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। অপরপক্ষে ছিলেন এ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ। এর আগে গত ১৫ ডিসেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত করে আদেশ দেয়। এ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া জানান, আগামী ২৮ ডিসেম্বরের জেলা পরিষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ২০ নবেম্বর ভোটার তালিকা প্রকাশ করে। এ তালিকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ও রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের তালিকাভুক্ত করা হয়নি। তাদের পরিবর্তে ওই দুটি ইউনিয়নের পুরনো সদস্যদের ভোটার করা হয়েছে। এ কারণে গত ১১ ডিসেম্বর এ দুটি ইউনিয়নের ২০ জন প্রতিনিধির পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার আদালত ওই দুই ইউনিয়নের ভোটার তালিকার কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করে। জামিন স্থগিত ॥ সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। আগামী ২ জানুয়ারি বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে আসবে। মঙ্গলবার সুপ্রীমকোর্টের চেম্বার বিচারপতি মোঃ নিজামুল হকের আদালত এ আদেশ দেয়। আদালতে মেয়রদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট মাসুদ রানা।
×