ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একদিনে ১০ নতুন শাখা উদ্বোধন করবে মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশিত: ০৫:১৯, ২১ ডিসেম্বর ২০১৬

একদিনে ১০ নতুন শাখা উদ্বোধন করবে মার্কেন্টাইল ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীকাল বৃহস্পতিবার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী দশটি নতুন শাখা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে একসঙ্গে উদ্বোধন করবে। এদিন বেলা ১১টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে শাখাগুলোর উদ্বোধন করবেন। বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মার্কেন্টাইল ব্যাংক বাংলাদেশের বিভিন্ন স্থানে আরও দশটি নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে। দেশের ব্যাংকিং ইতিহাসে এই প্রথম শাখাগুলো আগামীকাল ঢাকা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করা হবে। শাখাগুলো হচ্ছে- আসাদ গেট শাখা (১১০), লালমনিরহাট শাখা (১১১), নাটোর শাখা (১১২), চট্টগ্রামের সদরঘাট শাখা (১১৩), নারায়ণগঞ্জের শিমরাইল শাখা (১১৪), শরীয়তপুরের গোসাইরহাট শাখা (১১৫), নোয়াখালীর কানকিরহাট শাখা (১১৬), লক্ষ্মীপুরের মান্দারীবাজার শাখা (১১৭), টাঙ্গাইল মির্জাপুরের গোড়াই শাখা (১১৮তম) ও আশুলিয়ার গৌরিপুর শাখা (১১৯)। নতুন এ শাখাগুলোতে এসএমই এবং কৃষি খাতকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাখা উদ্বোধনে ব্যয় সাশ্রয় করতে ডিজিটাল পদ্ধতি বেছে নিয়েছি। এখন থেকে নতুন সব শাখা এভাবে উদ্বোধন হবে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান। এ সময় ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, এ কে এম সাহিদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, পারিচালক আকরাম হোসেন হুমায়ুন, এম আমানউল্লাহ, উদ্যেক্তা মিজানুর রহমান চৌধুরী, এস এম শহিকুল ইসলাম মামুনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×