ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ বর্ডার গার্ড বাংলাদেশ দিবস, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৭, ২০ ডিসেম্বর ২০১৬

আজ বর্ডার গার্ড বাংলাদেশ দিবস, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আজ বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০১৬। নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন। এর পর সীমান্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ করে এ বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। অনুষ্ঠানে ২০১৬ সালে বিজিবির বিভিন্ন কর্মকা-ে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবি সদস্যদের মধ্য থেকে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) প্রদান করা হবে। আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী পিলখানার বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত দরবারে বিজিবি সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন।
×