ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ভলিবল চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপ ও কিরগিজস্তান ভলিবল দল ঢাকায়

প্রকাশিত: ০৬:০৫, ২০ ডিসেম্বর ২০১৬

মালদ্বীপ ও কিরগিজস্তান ভলিবল দল ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপ ও কিরগিজস্তান জাতীয় ভলিবল দল সোমবার ঢাকায় পৌঁছেছে। এদিন বিকেল মালদ্বীপের ২৩ সদস্যের দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর সন্ধ্যায় কিরগিজস্তান দলটি বিমানবন্দরে পা রাখে। দল দুটির পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। মঙ্গলবার বিকেলে নেপাল ও আফগানিস্তান দল ঢাকায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। অংশগ্রহণকারী অতিথি দল, আন্তর্জাতিক ভলিবল রেফারি ও বিভিন্ন দেশের ভলিবল ফেডারেশনের সভাপতিদের উত্তরার বিভিন্ন হোটেলে আবাসনের ব্যবস্থা করেছে ভলিবল ফেডারেশন। আগামী ২২-২৭ ডিসেম্বর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাঁচ জাতির এই আন্তর্জাতিক ভলিবলের আসর। প্রায় দেড় বছরের ব্যবধানে দ্বিতীয় আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
×