ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিটিআইকে স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে হবে

প্রকাশিত: ০৮:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৬

সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ভারতের পাশে থাকবে। তিনি বলেন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করা উচিত। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। রবিবার টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমসে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি সম্পাদনে দেরি হওয়ায় বিরোধী দল বিশেষ করে মৌলবাদী দল জামায়াত বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব গড়ে তোলার সুযোগ নিচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতে তিস্তা চুক্তি স্বাক্ষর হবে। তিনি বলেন, একটি চুক্তি সম্পাদন নির্ভর করে দুই দেশের স্বার্থের ভিত্তিতে। কোন একটি দেশের স্বার্থ ক্ষুণœ করে কোন চুক্তি সম্পাদন হতে পারে না। যদিও এটা সত্যি যে, এজন্য বাংলাদেশকে কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ ভারতের পাশে থাকবে। বাংলাদেশ ও ভারতের সন্ত্রাসী হামলার মূল শিকড় পাকিস্তানে। পাকিস্তান কিভাবে সন্ত্রাসী হামলায় জড়িত তাও আমরা দেখেছি। এটা বন্ধ করতে হবে।
×