ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গ্যাসের আগুনে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৮:২৫, ১৭ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে গ্যাসের আগুনে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানমন্ডিতে গ্যাস লাইনের লিকেজে আগুন লেগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এদিকে কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রকে রড ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে তার বন্ধুরা। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর ধানমণ্ডির আবাসিক এলাকায় গ্যাস লাইনের লিকেজের আগুনে দগ্ধ হয়ে মাহফুজা সুলতানা (৪৫) নামে এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, মৃত মাহফুজার শ্বাসনালীসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মৃত মাহাফুজার স্বামী মোশারফ হোসেন জানান, তিনি মালিবাগ এলাকায় সপরিবারের থাকেন। তিনি জানান, দুই দিন আগে আমরা ধানমণ্ডির ২৭ নম্বর রোডের ৪ নম্বর ছয়তলা ভবনের চারতলায় স্ত্রীর বোনের বাড়িতে বেড়াতে যাই। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্ত্রী ওই বাসার রান্নাঘরে গ্যাস লাইটার দিয়ে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। এ সময় তার স্ত্রী মারাত্মক দগ্ধ হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী মাহফুজার মৃত্যু হয়। স্কুলছাত্র আহত ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রকে রড ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে তার বন্ধুরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্কুলছাত্রের নাম পারভেজ আহমেদ (১৫)। সে কামরাঙ্গীরচর আলোড়ন স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। তার বাবার নাম কামাল উদ্দিন। স্থানীয় রনি মার্কেট সংলগ্ন কাঠপট্টি এলাকায় সপরিবারের থাকত।
×