ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪১, ১৬ ডিসেম্বর ২০১৬

ঝলক

খাবার খেলে পুরস্কার! ভোজন রসিকদের জন্য অভিনব প্যাকেজ চালু করেছে টোকিওর এক হোটেল। শহরটির উমাকারা র‌্যামেন হায়োরি নামক হোটেল জানিয়েছে যে, তাদের জনপ্রিয় একবাটি র‌্যামেন নুডলস ২০ মিনিটে সাবাড় করতে পারলে দাম দেয়া লাগবে না। সঙ্গে ওই খাদককে পুরস্কার হিসেবে দেয়া হবে ৪৩৮ ডলার। আগামী তিন বছর তাদের হোটেলে এই প্যাকেজ চালু থাকবে। এই খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে বুধবার পর্যন্ত কয়েকজন ২০ মিনিটে একবাটি নুডলস খাওয়ার চেষ্টা করেছেন। তবে তারা কেউই সফল হননি। হোটেল কর্তৃপক্ষ বলেছে, আমরা দিনের একটি নির্দিস্ট সময় এই প্যাকেজ দিয়ে থাকি। এখানে যে কেউ আসলে চেষ্টা করতে পারে। তবে তাকে আসতে হবে আমাদের ঘোষিত সময়ের মধ্যে। হোটেল কর্তৃপক্ষ আরও বলেছে, যারা গোগ্রাসে গিলতে কষ্ট পায় আমরা তাদের জন্য একটু ছাড় দেই। তা হলো ৩০ মিনিটের মধ্যে খাবার শেষ করতে পারলে তাকে ২৩৬ ডলার দেয়া হয়। -অডিটিসেন্ট্রাল অবলম্বনে। সবচেয়ে উঁচু ঢেউ সমুদ্রে তো সারাক্ষণই ঢেউ বইতে থাকে। সামান্য একটু বাতাসেই বড় আর উঁচু উঁচু ঢেউ কূলে আছড়ে পড়ে। আর বাতাসের বেগ বেশি হলে তখন রীতিমতো উত্তাল হয়ে ওঠে মহাসাগর। একের পর এক দৈত্যাকার ঢেউয়ে নাচতে থাকে পুরো সমুদ্র। উত্তর আটলান্টিক মহাসাগরে ১৯ মিটার উঁচু একটি ঢেউ বিশ্বের উচ্চতম ঢেউ হিসেবে নতুন রেকর্ড গড়েছে। বুধবার জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ব্রিটেন ও আইসল্যান্ডের দূরবর্তী এক এলাকা দিয়ে এই ঢেউ বয়ে যায়। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সহকারী প্রধান ওয়েনজিয়ান ঝাং বলেন, এই প্রথম আমরা ১৯ মিটার উঁচু কোন ঢেউ নির্ণয় করতে পারলাম। এটি বিস্ময়কর একটি রেকর্ড। -বিবিসি অবলম্বনে।
×