ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

নিকলীতে সেতু আছে সড়ক নেই

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ডিসেম্বর ২০১৬

নিকলীতে সেতু আছে সড়ক নেই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ ডিসেম্বর ॥ হাওড় অধ্যুষিত নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাংলাবাজার-গোবিন্দপুর-বড়কান্দা সংযোগস্থল নরসুন্দা নদীর ওপর নির্মিত সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। এ কারণে সেতুটি ব্যবহারে জনগণের কোন উপকারে আসছে না। ফলে এ সেতু দিয়ে মালসহ যান চলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া নদীর দুইপারের গোবিন্দপুর, বড়কান্দা ও আছানপুর গ্রামের হাজারো মানুষকে একমাত্র নোয়াপাড়া বাংলাবাজারে যাতায়াতে সেতুটি ব্যবহার করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করতে পারলেও বর্ষাকালে সেতুর দুইপার পানিতে ডুবে গেলে এটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া তিন গ্রামের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা সংযোগস্থলের এ সেতুটি ব্যবহার করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোন কাজ হয়নি। জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ৭১ লাখ ৭০ হাজার ৭৬৪ টাকা ব্যয়ে নিকলীর নোয়াপাড়া-বাংলাবাজার-গোবিন্দপুর-বড়কান্দা সংযোগস্থল নরসুন্দা নদীর ওপর ৩৩ ফুট দৈর্ঘ্য একটি সেতু নির্মাণ করে। তখন সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতু দিয়ে কোন যান চলাচল করতে পারছে না। জনগুরুত্বপূর্ণ সেতুটি শুষ্ক মৌসুমে হেঁটে ব্যবহার করা ছাড়া কোন কাজে আসছে না। ফলে এ অঞ্চলের সাধারণ মানুষের মনে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, নদীর পূর্বপারে নোয়াপাড়া-বাংলাবাজারে সাপ্তাহিক বৃহস্পতিবার হাটে যেতে তিন গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করে থাকে। সংযোগ সড়কের অভাবে সেতু দিয়ে যান চলাচল না করায় ব্যবসায়ীরা মাথায় মাল বহন করতে বাধ্য হচ্ছে। তাছাড়া বর্ষাকালে নৌকা চলাচলেও নানা বিড়ম্বনায় পড়তে হয়। স্থানীয় ব্যবসায়ী ডাঃ আমিনুল ইসলাম আহাদ জানান, সেতুটি নির্মাণ হলেও কেবল সংযোগ সড়কের অভাবে এটি জনগণের কোন উপকারে আসছে না। তাছাড়া দামপাড়া ইউনিয়নের নোয়াগাঁও, কাঁঠালকান্দি, টেংগুরিয়া ও নোয়াপাড়া এলাকায় অনেক কাঁচা রাস্তা থাকায় এমনিতেই এলাকার লোকজন যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হয়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম লিটন জানান, পাকা সেতু নির্মাণ হলেও সাধারণ মানুষের দুর্ভোগ এখনও কমেনি। লাখ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হলেও অদৃশ্য কারণে তখন সংযোগ সড়ক করা হয়নি। এতে একদিকে যেমন জনদুর্ভোগ হচ্ছে, অন্যদিকে টাকাগুলো গচ্ছা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
×