ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুরুতে বন্ধ হচ্ছে দেশী পর্নোসাইট

প্রকাশিত: ০৮:২৪, ১৩ ডিসেম্বর ২০১৬

শুরুতে বন্ধ হচ্ছে দেশী পর্নোসাইট

বিডিনিউজ ॥ বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ বন্ধের প্রক্রিয়ার শুরুতে এ ধরনের দেশীয় ওয়েবসাইটগুলো বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত ২৮ নবেম্বর অনলাইন আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করে টেলিযোগাযোগ বিভাগ। এই কমিটি ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের পূর্ণাঙ্গ ওয়েব তালিকা প্রস্তুত করে এগুলো বন্ধে তিন স্তরের কারিগরি প্রস্তাবনা তৈরি করবে বলে জানানো হয়েছিল। তালিকা ও কারিগরি প্রস্তাবনা পাওয়ার পর ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
×