ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডার্বি জিতে রোমার চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেল জুভেন্টাস

তোরিনোর হৃদয় ভাঙলেন হিগুয়েন

প্রকাশিত: ০৬:২৬, ১৩ ডিসেম্বর ২০১৬

তোরিনোর হৃদয় ভাঙলেন হিগুয়েন

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুম শুরুর আগেই নেপোলি থেকে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে গঞ্জালো হিগুয়েনকে কিনে নিয়ে আসে জুভেন্টাস। সিরি এ লীগের চ্যাম্পিয়নদের আস্থার প্রতিদান দিতে মোটেও ভুল করেননি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকার। রবিবার তোরিনোর বিপক্ষে ডার্বি ম্যাচেও আলো ছড়িয়েছেন তিনি। আর তার জোড়া গোলের সৌজন্যেই জুভেন্টাস এদিন ৩-১ ব্যবধানে হারায় তোরিনোকে। সেই সঙ্গে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটাকেও আরও শক্ত করেছে তারা। সেই সঙ্গে রেকর্ড টানা ষষ্ঠ সিরি এ লীগ জয়ের আরও দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা এএস রোমার সঙ্গে এখন পয়েন্ট ব্যবধান ৭। তিন নাম্বারে থাকা মিলানও একই ব্যবধানে পিছিয়ে রয়েছে। জুভেন্টাসের জয়ের দিনে গোলোৎসব করেছে নেপোলিও। এদিন ক্যালিয়ারির মাঠ থেকে ৫-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে গঞ্জালো হিগুয়েনের সাবেক ক্লাব নেপোলি। ৩১ পয়েন্ট নিয়ে বর্তমানে লীগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তারা। এছাড়া দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠে ইন্টার মিলান ২-০ গোলে জেনোয়াকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। সিরি এ লীগে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে জুভেন্টাস। তবে এই মৌসুমের শুরুতে কিছুটা খেই হারিয়ে ফেলেছিল তারা। কিন্তু স্বরূপে ফিরতে খুব বেশি সময় নেয়নি লীগ চ্যাম্পিয়নরা। মৌসুমের মাঝামাঝি সময়েই শীর্ষে ওঠে গেল জুভেন্টাস। তবে রবিবার গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে শুরুতেই চমকে দিয়েছিল তোরিনো। দানিয়েলে বাসেল্লির ক্রসে আন্দ্রেয়া বেলোত্তির হেড ঠিকানা খুঁজে পেলে নিজেদের মাঠে ১৬ মিনিটেই এগিয়ে যায় তোরিনো। এরপরই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। তবে খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের। ম্যাচের ২৮ মিনিটেই মারিও মানজুকিচের বাড়ানো বল থেকে ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন হিগুয়েন। আর ম্যাচের বয়স যখন ৮২ মিনিট তখন সতীর্থের লম্বা বল ধরে সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেয়ার কাজটাও করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে এখানেই থেমে থাকেনি সফরকারী সমর্থকদের উল্লাস। ম্যাচের যোগ করা সময়ে হার্ট হিগুয়েনকে হ্যাটট্রিক করা থেকে বঞ্চিত করলেও ফিরতি বলে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের গোলে জুভেন্টাসের জয়ের ব্যবধানটা আরও বেড়ে যায়। এমন জয়ে দারুণ তৃপ্ত জুভেন্টাসের কোচ। বিশেষ করে শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন, ‘দারুণ এক ডার্বি ম্যাচ খেলেছি আমরা। তবে এটা সম্ভব হয়েছে শেষ মুহূর্তে পরিবর্তন করার কারণেই।’ এ সময় গঞ্জালো হিগুয়েনেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তার মতে, ‘হিগুয়েন খুব ভালভাবেই মুভ করেছে। আমাদের জন্য সে সেরা কাজটাই করেছে।’
×