ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০২১ সালের আগেই আইসিটি থেকে ৫০০ কোটি ডলার আয়

প্রকাশিত: ০৪:১৮, ১৩ ডিসেম্বর ২০১৬

২০২১ সালের আগেই আইসিটি থেকে ৫০০ কোটি ডলার আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২১ সালোর মধ্যে আইসিটি খাত থেকে ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে বর্তমান ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এর আগেই এ খাতে রফতানি ৫০০ কোটি ডলারে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সোমবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ফ্রিল্যান্সার কনফারেন্সে তিনি এ আশা প্রকাশ করেন। তথ্য ও প্রযুক্তি বিভাগের লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই কনফারেন্সের আয়োজন করে। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশের অন্যতম হাতিয়ার। দেশের সব খাত তথ্যপ্রযুক্তির আওতায় চলে এসেছে। এ খাতের অর্জন ক্রমান্বয়ে বাড়ছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে পারলে আইসিটি খাতের ফিল্যান্সিংয়ের মাধ্যমে ২০২১ সালের আগেই ৫ বিলিয়ন অর্জন সম্ভব। তিনি বলেন, বর্তমানে গার্মেন্টস এবং প্রবাসীদের আয় থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়। কিন্তু ভবিষ্যতে এ জায়গা দখল করবে আইসিটি খাত। তখন আইসিটি খাত থেকেই দ্বিগুণ বৈদেশিক মুদ্রা আয় হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক তপন কুমার নাথ। রবির একীভূতকরণ একটি মাইলফলক রবির এম.ডি. মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবি সবসমই বলে আসছে গ্রাহকদের স্বার্থেই এই একীভূতকরণ। আর তা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। একীভূত কোম্পানির মাধ্যমে নেক্সট জেনারেশন ডিজিটাল কোম্পানি হিসেবে আবির্ভূত হওয়ার পাশাপাশি দেশের সেরা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করছি আমরা। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় এই একীভূতকরণ একটি মাইলফলক উল্লেখ করে টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা মোবাইল টেলিযোগাযোগ শিল্পের অবদানকে স্বীকৃতি জানাই। সামনে এগিয়ে যাওয়ার জন্য অপারেটরদের সেবার মান নিশ্চিত করতে নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী সেবা প্রদান করতে হবে।-বিজ্ঞপ্তি
×