ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমামের পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:৫৫, ১২ ডিসেম্বর ২০১৬

ইমামের পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১১ ডিসেম্বর ॥ পরকীয়ায় বাধা দেয়ায় মসজিদের ইমাম স্বামীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে ১২ দিনের শিশুসন্তান নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ফাতেমা আক্তার লিয়া (২৫) নামের এক গৃহবধূ। ওই গৃহবধূকে মাথায় কুপিয়ে ও চোখ উপড়ে হত্যার চেষ্টা করে তার পাষ- স্বামী। মুমূর্ষু অবস্থায় তাকে গত বুধবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চালমুলা গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে ওই গৃহবধূর পিতা তিনজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, বিগত ২০১০ সালে ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চালমুলা গ্রামের হামিদ মিয়ার ছেলে হাফেজ শফিকুল ইসলামের সঙ্গে একই উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের তোফাজ্জল হোসেনের বড় মেয়ে ফাতেমা আক্তার লিয়ার বিয়ে হয়। স্বামী শফিকুল ইসলাম হাফেজ এবং নিকলা রাইপাড়া জামে মসজিদের ইমাম। তাদের ছয় বছরের সংসারে শিশু লোভান (৫) ও ১২ দিন বয়সের লিহান নামের দুটি ছেলেসন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে ইমাম শফিকুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্ত্রী লিয়া এতে বাধা দিলেই তাকে বেদম মারধর করে শফিকুল। গত মঙ্গলবার রাতে সন্তান বুকে নিয়ে ঘুমিয়েছিলেন লিয়া। রাত দুটোর দিকে পরিকল্পিতভাবে সন্তানকে দূরে ঢেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রী লিয়াকে হত্যার চেষ্টা চালায় শফিকুল। মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। তার চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বুধবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
×