ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চন্দ্রকুমার দে লোকসাহিত্য পুরস্কার পাচ্ছেন আশরাফ সিদ্দিকী

প্রকাশিত: ০৬:৫০, ১২ ডিসেম্বর ২০১৬

চন্দ্রকুমার দে লোকসাহিত্য পুরস্কার পাচ্ছেন আশরাফ সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদ ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার’ চালু করতে যাচ্ছে। প্রতিবছরই নির্বাচিত একজন গবেষককে লোকসাহিত্য বিষয়ক গবেষণার জন্য এ পুরস্কার প্রদান করা হবে। ১৪২৩ বঙ্গাব্দে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন খ্যাতিমান লোকসাহিত্য গবেষক ড. আশরাফ সিদ্দিকী। ফোকলোর পর্ষদের সভাপতি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফজাল রহমান জানান, ফোকলোর পর্ষদের কর্ম পরিষদের সভায় ড. আশরাফ সিদ্দিকীকে ‘চন্দ্রকুমার দে লোক সাহিত্য গবেষণা পুরস্কার ১৪২৩’ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী পৌষ মাসে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এ পুরস্কারের অর্থমূল্য থাকবে ২৫ হাজার টাকা। সঙ্গে থাকবে সম্মাননা স্মারক ও স্মারক প্রকাশনা। অধ্যাপক আফজাল রহমান জানান, নেত্রকোনা অঞ্চলের লোকসাহিত্য-সংস্কৃতি চর্চার ক্ষেত্রটির পরিচর্যা করতেই মূলত ফোকলোর পর্ষদ গঠন করা হয়েছে। জগত খ্যাত ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এ জনপদেরই গর্বিত সন্তান। জীবদ্দশায় কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়ে লোকসংস্কৃতি সংগ্রহ ও সাহিত্য সাধনা করে তিনি আমাদের অফুরাণ ঋণী করেছেন। এদিকে নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে অধ্যাপক বিধান মিত্র রচিত ‘চিন্তবিদ বঙ্কিম চন্দ্র : প্রবন্ধের আলোকে’ শীর্ষক গ্রন্থের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। আলোচনা শেষে অধ্যাপক বিধান মিত্রকে তার গবেষণা কর্মের জন্য সম্মাননা স্মারক দেয়া হয়।
×