ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বত্য দিবস উপলক্ষে কর্মসূচী উদ্বোধন কাল

প্রকাশিত: ০৬:৩৫, ১০ ডিসেম্বর ২০১৬

পার্বত্য দিবস উপলক্ষে কর্মসূচী উদ্বোধন কাল

রবিবার সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী ‘পার্বত্য সংস্কৃতি : বৈচিত্র্য উদযাপন ও আত্মপরিচয় দৃঢ়ীকরণ’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। এ ছাড়াও পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের জন্য নির্ধারিত স্থান ৩৩, বেইলি রোড, ঢাকায় (অফিসার্স ক্লাবের পশ্চিম পার্শ্বে) ১১-১৫ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী পার্বত্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশী-বিদেশী প্রতিষ্ঠানের জন্য ৬৫টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ১১ ডিসেম্বর বিকেল ৪টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×