ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিটিভির ধারাবাহিক ‘কাপুরুষ’

প্রকাশিত: ০৬:৩১, ১০ ডিসেম্বর ২০১৬

বিটিভির ধারাবাহিক ‘কাপুরুষ’

স্টাফ রিপোর্টার ॥ বিটিভিতে প্রচারের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘কাপুরুষ’। সম্প্রতি সিলেটের কুলাউরার চা বাগান, পাহাড় অরণ্যে নতুন এই ধারাবাহিকের শূটিং শেষ হয়েছে। এম সাখাওয়াত হোসেনের রচনা ও পরিচালনায় ‘কাপুরুষ’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেধাবী অভিনেতা শহিদ আলমগীর। আরও আছেন শম্পা রেজা, অরুণা বিশ্বাস, নাদের চৌধুরী, রফিক উল্লাহ সেলিম, সানজিদা তন্ময়, দোলন দে, মৌ খান, তন্দ্রা পাহাড়িসহ অনেকে। নতুন এই ধারাবাহিক নাটকটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক ও অভিনয়শিল্পীসহ অন্য কলাকুশলীরা। তারা মনে করেন নাটকটি নির্মাণে পরিচালক কোন ছাড় দেননি। গল্পের প্রয়োজনে যেমন দেশের বিভিন্ন মনরোম লোকেশনে শূটিং করেছেন তেমনি চরিত্রের প্রয়োজনে অভিজ্ঞ শিল্পীদের কাষ্ট করেছেন। নাটক প্রসঙ্গে অভিনেত্রী শম্পা রেজা বলেন, এম সাখাওয়াত হোসেনের ‘কাপুরুষ’ নাটকের গল্প শুনে আমার চরিত্রটি করতে আগ্রহী হই। শূটিংয়ের সময় অনুভব করেছি সত্যি একটি ভাল কাজ করছি। আমার কো-আর্টিস্ট শহিদ আলমগীরও ভাল অভিনয় করেছেন। কাজের প্রতি তার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, অনেক দিন পর একটি ভাল স্ক্রিপ্টে ভাল কাজ করতে পেরে অনেক ভাল লেগেছে। ধারাবাহিকটির নামও অনেক সুন্দর। নাদের চৌধুরী বলেন, আজ-কাল বক্তব্যধর্মী নাটক খুব একটা চোখে পড়ে না। সেখানে ‘কাপুরুষ’ সত্যিই একটি নতুন ডায়মেনশনের এবং ভাল নাটক। রফিক উল্লাহ সেলিম বলেন, এক সময় বিটিভিতে ‘যুবরাজ’ এর মতো ভালমানের কাজ হতো। তেমন মানের একটি নাটকে অভিনয় করতে পেরে অনেক তৃপ্তি পাচ্ছি। অভিনেত্রী তন্দ্রা বলেন, কাপুরুষ ধারাবাহিকে আমি একটি প্রাণের চরিত্র পেয়েছি এবং মন খুলে অভিনয় করতে পেরেছি। দোলন দে বলেন, কাপুরুষ সত্যিই একটি ভাল ধারাবাহিকে জায়গা করে নেবে। মৌ খান বলেন, এতে সুন্দর একটি রোমান্টিক চরিত্রে অভিনয় করে অনেক ভাল লেগেছে। সেই সঙ্গে পাহাড়ে চা বাগানে গানের মুহূর্তগুলো ছিল মনে রাখার মতো। তিনি বলেন ‘কাপুরুষ’ হবে এ সময়ের একটি প্রাণবন্ত রোমান্টিক ধারাবাহিক। অভিনেত্রী সানজিদা তন্ময় বলেন তার জীবনে ‘কাপুরুষ’ একটি বিশেষ কাজ। তিনটি চরিত্রে নিজেকে উপস্থাপন করা ছিল তার জন্যে সত্যিই দুরূহ কাজ। তবে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে কাজটি করতে কোন কার্পণ্য করেননি তিনি। পরিচালক পারফেক্টভাবে কাজটি করার জন্যে কস্টিউম ডিজাইনার, কোরিওগ্রাফার নিয়েছেন। সব মিলিয়ে তার জীবনে ‘কাপুরুষ’ একটি মাইলফলক কাজ বলে তিনি মনে করেন। ‘কাপুরুষ’ নাটকের নাম ভূমিকায় অভিনয় করা শহিদ আলমীর বলেন, দীর্ঘসময় ধরে গবেষণা করে পরিচালক তাকে দিয়ে কাজটি বের করে নিয়েছেন। কেমন করেছি সেটা বলবেন দর্শক। আশা করছি তারা হতাশ হবেন না। পরিচালক এম সাখাওয়াত হোসেন মনে করেন ‘কাপুরুষ’ একটি বিশেষ কাজ হয়েছে। তিনি বলেন, পা-ুলিপি তৈরি থেকে শূটিং লোকেশন চার্জ করা কস্টিউম প্রপস তৈরিতে চুলচেরা হিসেব করে ‘কাপুরুষ’ নির্মাণ করেছি। আশা করছি দর্শক একটি ভাল কাজ দেখতে পাবেন। টিভি চ্যানেলগুলোতে ভাল স্ক্রিপ্ট ভাল মেকিংয়ের দৈনতার মধ্যে ‘কাপুরুষ’ একটি ভাল ধারাবাহিকের উদাহরণ তৈরি করুক এটাই আমাদের প্রার্থনা। জয় হোক ‘কাপুরুষ’ নাটকের।
×