ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫১, ১০ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ ডিসেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বে রোল মডেল। শুক্রবার বেলা এগারোটায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দুর্গম ঢালচরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম বশরাত উল্লাহ চৌধুরী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ’৭০-এর ১২ নবেম্বর ঘূর্ণিঝড়ে এ উপকূলে সবচেয়ে বেশি ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের পরে বঙ্গবন্ধু দেড়তলা লঞ্চ নিয়ে এ উপকূলের মানুষকে ত্রাণ সহযোগিতা করতে আসেন। তখন তিনি মনপুরায় একটি চিন্তা নিবাস স্থাপনের কথা বলেন। দেশ স্বাধীন হওয়ার পর কাজও শুরু হয়েছিল। কিন্তু ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সে কাজ থেমে যায়। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মরহুম বশারত উল্লাহ চৌধুরী শুধু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন না, তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারকে তার ব্যবহৃত জীপগাড়ি ও প্রচুর অর্থ দিয়ে সহযোগিতা করেন। উদ্বোধনী সভায় মরহুম বশারত উল্লাহ চৌধুরীর সন্তান জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপত্বিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ বাণিজ্যমন্ত্রীর সহধর্মিণী মিসেস আনোয়ারা তোফায়েল, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের নেতা খন্দকার মাহবুব উদ্দিন বীরবিক্রম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুহিত চৌধুরী, সাবেক সচিব ড. শাহ মোঃ ফরিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শল (অব) আলতাফ হোসেন চৌধুরী, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোঃ ইকরাম, মনপুরা উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি প্রাইম ব্যাংকের পরিচালক আযম জে চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি হারুনুর রশীদ, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব প্রমুখ। এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী মনপুরার বিচ্ছিন্ন ঢালচরে হেলিকপ্টারযোগে গেলে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
×