ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুর বিটিসিএল গুদাম থেকে কেবল চুরি ॥ তোলপাড়

প্রকাশিত: ০৪:২৮, ৯ ডিসেম্বর ২০১৬

রংপুর বিটিসিএল গুদাম থেকে কেবল চুরি ॥ তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৮ ডিসেম্বর ॥ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল রংপুর বিভাগীয় কার্যালয়ের গুদাম থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের টেলিফোনের কেবল খোয়া যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী আব্দুল গফুরকে পঞ্চগড়ে বদলি করা হলেও গুদামের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলী মোক্তাফি মাহমুদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বরং তাকেই মূল্যায়ন কমিটিতে রাখা হয়েছে। বিটিসিএলের রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানিয়েছেন, এ ঘটনায় ৫ সদস্যের একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী মোক্তাফি মাহামুদ, সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল হোসাইন, অতিরিক্ত মহাব্যবস্থাপক লুৎফুল হক, সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান ও আতাউর রহমান। মূল্যায়ন কমিটির সদস্যরা সেটা যাচাই-বাচাই করে আমাকে জানালে আমি ব্যবস্থা নেব বলে জানান তিনি। কিভাবে কবে কেবল খোয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, গত মাসে গোডাউন পরিদর্শনের সময় বিষয়টি ধরা পড়ে। থানায় মামলা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় কাউকে দোষী সাব্যস্ত করে মূল্যায়ন কমিটি রিপোর্ট দিলে তার বিরুদ্ধে মামলা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, জিএমের অনুগত এক সিবিএ নেতা এই ঘটনার সঙ্গে জড়িত। মহাব্যবস্থাপক জানান, কেবল না থাকার কারণে রংপুরের হারাগাছ পৌর এলাকার ৫ শতাধিক টেলিফোন লাইন সচল করা যাচ্ছে না। অভিযোগ উঠেছে কাজ না করে কেবল বিক্রি করে দেয়া হয়েছে। এছাড়াও সরকারী নিয়ম উপক্ষো করে টেন্ডার ছাড়াই বিটিসিএল কাচারি বাজার কলোনির বাউন্ডারি ওয়াল নির্মাণ, জিএম রেস্ট হাউজের প্রাচীর নির্মাণ, জিএম রেস্ট হাউজের সংযোগ সড়ক রিপেয়ারিং করা হয়েছে। এ বিষয়ে জিএম কোন জবাব দেননি। মহাব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, আমি দীর্ঘ প্রায় ৭ বছর আগে রংপুর বিটিসিএল বিভাগীয় কার্যালয়ে পরিচালক হিসেবে যোগদান করি। এখানে এই ধরনের ঘটনা প্রথম বলে জানান তিনি।
×