ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে কাজ শুরু করল দোহা ব্যাংক

প্রকাশিত: ০০:১৩, ৮ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশে কাজ শুরু করল দোহা ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে কাতারভিত্তিক দোহা ব্যাংক কিউ.এস.সি। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটি কাজ শুরুর ঘোষণা দেয়। কাতারভিত্তিক দোহা ব্যাংক কিউ.এস.সি বাংলাদেশে কার্যক্রম উদ্বোধনে রাজধানীর হোটেলে ওয়েস্টিনে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে ব্যাংকের প্রধান নির্বাহী ড.আর. সীথারমন বলেন, বাংলাদেশের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বাণিজ্য অনেক বেশি। বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় দোহা ব্যাংক। তিনি আরও বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবো আমরা। এতে দ্বি-পক্ষীয় বাণিজ্য শক্তিশালী হবে। আর কাতারের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে সুসম্পর্কও বজায় থাকবে। দ্বি-পক্ষীয় বাণিজ্যির ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক মানের সেবা এ প্রক্রিয়াকে তরান্বিত করবে। সীথারমন বলেন, বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যাংকগুলোকে ট্রেড ফাইন্যান্স সাপোর্ট, রিস্ক শেয়ারিংয়ে অংশগ্রহণ, সিন্ডিকেশন লোন, গালফ কর্পোরেশন কাউন্সিল (জিসিসি) মুদ্রা এবং ভারতীয় মুদ্রায় নস্ট্রো অ্যাকাউন্ট স্থাপনে তাৎক্ষণিক সহায়তা দেব আমরা। উল্লেখ, ১৯৭৯ সালে স্থাপিত দোহা ব্যাংকের সম্পদের পরিমাণ ৮৪০০ কোটি ৫০ লাখ কাতারি রিয়েল। পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকটির ১৩টি শাখা অফিস আছে।
×